‘আস্থাভোটের জন্য তৈরি আমরাও’

Nov 26, 2019, 13:25 PM IST
1/5

S 5

S 5

বল এখন বিজেপির কোর্টে। বুধবার পাঁচটার মধ্যে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে হবে ফডণবীস সরকারকে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর বিজেপির বিরুদ্ধে একযোগে সরব বিরোধীরা। পাল্টা মুখ খুললেন মহারাষ্ট্র বিজেপির প্রধান।

2/5

S 4

S 4

রাজ্য বিজেপি প্রধান চন্দ্রকান্ত পাটিল সংবাদমাধ্যমে বলেন,  আমরাও তৈরি। সুপ্রিম কোর্টের রায়কে শ্রদ্ধা করি। আস্থাভোটের জন্য আমরা তৈরি। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে দেব।

3/5

S 3

S 3

আস্থাভোট নিয়ে দেবেন্দ্র ফডণবীসের পাশে দাঁড়িয়েছেন রাজ্য বিজেপি নেতা রাও সাহেব দাভে। তিনি বলেন, আমরা সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে পারব। আজ রাত ৯টা গারওয়ারে ক্লাবে বৈঠকে মিলিত হবেন বিজেপি বিধায়করা।

4/5

S 2

S 2

সুপ্রিম কোর্টের রায় বেরনোর পরই দেবেন্দ্র ফডণবীসের বাসভবনে এসে হাজির হন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বিজেপির কোর কমিটির মিটিংয়ে হাজির হন তিনি।

5/5

s 1

s 1

নির্বাচনে বিজেপি পেয়েছে ১০৫ আসন। কিন্তু তাদের দাবি, বিজেপির সঙ্গে রয়েছে ১৭০ বিধায়ক। আজকের বৈঠকে ওই ১০৫ জনেক যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।