চালু হল মহেশতলা উড়ালপুল, উদ্বোধন করলেন ফিরহাদ-অভিষেক

Jan 11, 2019, 18:01 PM IST
1/7

মহেশতলা থেকে জিঞ্জিরে বাজার  ফ্লাইওভার উদ্ধোবধন হল।

2/7

 ডায়মন্ড হাবরার লোকসভার কেন্দ্রের সাংসদ তথা রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম সেতুর উদ্বোধন করেন।

3/7

 ছিলেন মহেশতলা বিধানসভার কেন্দ্রের বিধায়ক দুলাল দাস, বজবজ বিধান সভা কেন্দ্রের বিধায়ক অশোক দেব, মেটিয়াবুরুজের বিধায়কও।

4/7

 অভিষেক  বন্দ্যোপাধ্যায়  বলেন,  “ শুধু কলকাতা নয়, বাংলার মধ্যে দীর্ঘতম ফ্লাইওভার মহেশতলা ফ্লাইওভার।”

5/7

৩৫৫ কোটি টাকা ব্যয়ে তৈরি এই ফ্লাইওভার ৭ কিলোমিটার দীর্ঘ।

6/7

এই উড়ালপুলে ২৬৮ টি স্তম্ভ ও ২৬৯ টি স্ল্যাব রয়েছে।

7/7

উড়ালপুলটি তৈরি হওয়ায়‌ মহেশতলা, বজবজ, সাতগাছিয়া, বাওয়ালি, বাখরাহাট, পূজালি, বিষ্ণুপুর এলাকার মানুষের সুবিধা হবে।