সুতপা সেন: কৃষ্ণনগরের সভায় কড়া দিদিমণিরর ভূমিকায় মহুয়া মৈত্র। সকাল থেকেই মঞ্চের দায়িত্বে তিনি। আর হাতে মাইক নিয়ে শৃঙ্খলার বার্তা সাংসদের।
2/6
কখনও তিনি মাইকে ব্লক সভাপতিকে নির্দেশ দিচ্ছেন, 'বরাদ্দ নির্দিষ্ট আসনেই বসুন।' এরপরেও যদি কেউ কথা না শোনেন, তখনই বকা দিচ্ছেন মহুয়া। মাঝে মাঝে কড়া ধমক দিতেও দেখা যাচ্ছে তাঁকে।
photos
TRENDING NOW
3/6
এদিন কৃষ্ণনগর গভর্মেন্ট কলেজের মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সভা। যে সভায় যোগ দিতে সকাল থেকেই কর্মী-সমর্থকরা আসছেন। আসছেন সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারাও।
4/6
তাঁদের প্রত্যেকের জন্যেই আসন নির্দিষ্ট করা আছে। কিন্তু অনেকেই অতি উৎসাহী হয়ে এদিক ওদিক যাওয়ার চেষ্টা করলেই নজর পড়ছে মহুয়ার৷
5/6
বাকি নেতারা তাই মঞ্চ অবধি আসলেও, তাঁরা বসে থাকলেন নীচেই। জোর গুঞ্জন 'দিদি' আসার আগে, যদি ধমক খান দিদিমণি মহুয়ার।
6/6
তবে প্রত্যেক নেতারই দাবি, এত বড় সভা, সেখানে এত মানুষ আসছেন। সেখানে দারুণ সামলাচ্ছেন কৃষ্ণনগরের সাংসদ।