পুরোটাই ভাঙা না মেরামত? মাঝেরহাট সেতুর ভবিষ্যত্ কী?

Sep 05, 2018, 22:22 PM IST
1/8

সেতুর ভবিষ্যত্

bridge_8

বিপর্যয়ের পর প্রাথমিক ধাক্কা সামলে এবার ভবিষ্যতের চিন্তা। কী হবে মাঝেরহাট ব্রিজের ভবিষ্যত ? পুরোটাই কী ভেঙে ফেলা হবে? নাকি মেরামত করে শুরু হবে যান চলাচল? সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য।

2/8

সেতুর ভবিষ্যত্

bridge_7

মাঝেরহাট ব্রিজের ভবিষ্যত্‍ কী?

3/8

সেতুর ভবিষ্যত্

bridge_6

ব্রিজ কি পুরোটাই ভেঙে ফেলা হবে? নাকি মেরামত করে ফের শুরু হবে যান চলাচল? বিপর্যয়ের পর সময় গত গড়াচ্ছে বাতাসে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নগুলো। 

4/8

সেতুর ভবিষ্যত্

bridge_5

ব্রিজের যে অংশ ভেঙে পড়েছে তার আশেপাশে অনেকটা অংশ ক্ষতিগ্রস্ত। আগাছা গজিয়ে বেহাল দশা ব্রিজের আরও কয়েকটি গার্ডারের।

5/8

সেতুর ভবিষ্যত্

bridge_4

তবে উপায়? ব্রিজ কী ভেঙে ফেলা হবে? নাকি ভাঙা অংশের মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করে তোলা হবে? সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য সরকার।

6/8

সেতুর ভবিষ্যত্

bridge_3

ব্রিজের কাঠামোর কী অবস্থা খতিয়ে দেখবেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা। বিশেষজ্ঞ কমিটিতে রয়েছেন আইআইটি-খড়গপুর,বেসু ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়াররা।

7/8

সেতুর ভবিষ্যত্

bridge_2

ভাঙা ব্রিজের মেরামতি নিয়ে পর্যালোচনা করবেন বিশেষজ্ঞরা। গোটা প্রক্রিয়া তদারকি করবে কলকাতা পুলিসের বিশেষ দল।

8/8

সেতুর ভবিষ্যত্

bridge_1

বিশেষজ্ঞরাই ঠিক করবেন ব্রিজের ঠিক কতটা অংশ ভাঙা হবে। সূত্রের খবর, উদ্ধার কাজ শেষ হওয়া মাত্রই ভাঙার কাজ শুরু হবে। তারপর নতুন করে গড়ার পালা।