Teacher's Day : জানেন কি, বলিউডের এই তারকারা আসল জীবনে শিক্ষক

Sep 05, 2018, 20:23 PM IST
1/6

বলিউডের এই তারকারা আসল জীবনে শিক্ষক

bollywood celebrities were teachers once 1

অক্ষয় কুমার একজন দক্ষ মার্শাল আর্ট শিক্ষক ছিলেন। মার্শাল আর্টের বিভিন্ন কৌশল শিখতে বেশ কিছুদিন বিদেশেও ছিলেন তিনি। এরপর মুম্বইয়ে ফিরে মার্শাল আর্ট শিক্ষক হয়ে যান। শোনা যায়, অক্ষয়েরই এক ছাত্র তাঁকে মডেলিংয়ে আসার প্রস্তাব দেন।

2/6

বলিউডের এই তারকারা আসল জীবনে শিক্ষক

bollywood celebrities were teachers once 2

বাংলা ও হিন্দি চলচ্চিত্রের অভিনেত্রী ও পরিচালক নন্দিতা দাস। এক সময় তিনি ছিলেন পুরোদস্তুর শিক্ষিকা। দিল্লি স্কুল অব সোশ্যাল ওয়ার্ক  থেকে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করার পর অন্ধ্রপ্রদেশের ঋষি ভ্যালি স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন নন্দিতা।

3/6

বলিউডের এই তারকারা আসল জীবনে শিক্ষক

bollywood celebrities were teachers once 3

অভিনয়ের পাশাপাশি পার্ট টাইম শিক্ষকতা করেন আর মাধবান। জওহরলাল নেহেরু ও দিল্লী বিশ্ববিদ্যালয়ে পাবলিক স্পিকিং ও পার্সোনালিটি ডেভেলপমেন্ট এর বিভিন্ন কোর্স করান।

4/6

বলিউডের এই তারকারা আসল জীবনে শিক্ষক

bollywood celebrities were teachers once 4

বলিউডে তাঁর অভিষেক ১৯৯৬ সালে। প্রথম সিনেমা ম্যাচিস।  চন্দ্রচুর সিং এক সময় সংগীতের শিক্ষক হিসেবে বেশ আলোচিত ছিলেন। উত্তরাখান্ডের দুন স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন এই অভিনেতা।

5/6

বলিউডের এই তারকারা আসল জীবনে শিক্ষক

bollywood celebrities were teachers once 5

বলিউডের জনপ্রিয় অভিনেতা কাদের খান এক সময় ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক। মুম্বইয়ের ‘এম এইচ সাবো সিদ্দিক কলেজ অব ইঞ্জিনিয়ারিং’ -এ প্রায় ৭ বছর অধ্যাপনা করেছেন কিংবদন্তি এই অভিনেতা।

6/6

বলিউডের এই তারকারা আসল জীবনে শিক্ষক

bollywood celebrities were teachers once 6

মুম্বাইয়ে ‘অ্যাক্টর প্রিপেয়ার্স’ নামে অভিনয়ের স্কুল রয়েছে অনুপম খেরের। শোনা যায়, বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নাকি তাঁরই ছাত্রী!