Indian Railways: বছরশেষে বিপত্তি! দেশজুড়ে টিকিট বুকিংয়ে চরম ভোগান্তিতে যাত্রীরা...
ডাউনডিটেক্টর অনুযায়ী দেশজুড়ে ১৫০০ মানুষ এই নিয়ে সকাল থেকে অভিযোগ জানিয়েছেন। আজ ১০টা ১২ নাগাদ এই ওয়েবসাইটে সমস্যা দেখা দেয়।
Dec 31, 2024, 15:34 PM IST
1/6
অয়ন ঘোষাল: ভারতীয় রেলের টিকিট বুকিং অ্যাপ এবং ওয়েবসাইট নিয়ে আবারও বিপত্তি। এই নিয়ে এক মাসে পরপর তিনবারে বিপত্তি।
2/6
ওয়েবসাইটে সমস্যার কারণে টিকিট বুকিংয়ে চরম ভোগান্তি বছরের শেষ দিনেও।
photos
TRENDING NOW
3/6
দেশজুড়ে অসংখ্য যাত্রীদের তৎকাল টিকিট বুকিংয়ের সময়েই ওয়েবসাইটে সমস্যা দেখা দেয়। আর এর ফলে বহু মানুষ হয়রানিতে পড়েন।
4/6
ডাউনডিটেক্টর অনুযায়ী দেশজুড়ে ১৫০০ মানুষ এই নিয়ে সকাল থেকে অভিযোগ জানিয়েছেন। আজ ১০টা ১২ নাগাদ এই ওয়েবসাইটে সমস্যা দেখা দেয়।
5/6
দিল্লি, মুম্বই, চেন্নাই এবং কলকাতা থেকে অসংখ্য অভিযোগ জমা পড়েছে। তৎকাল বুকিংয়ের সময় এই ভোগান্তি। ক্যাপচা দেখা যাচ্ছে না। রিলোড ক্লিক করলে অন্য লেখা দেখাচ্ছে।
6/6
আবারও গোলযোগ IRCTC-র ওয়েবসাইটে। যদিও আইআরসাইটিসি এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো অফিসিয়াল বিবৃতি দেয়নি। পূর্বাঞ্চলের এক আইআরসিটিসি কর্তা জি ২৪ ঘণ্টাকে ফোনে জানিয়েছেন, প্রযুক্তিগত কিছু কারণে সমস্যা হয়েছে। খুব দ্রুত সমাধান হবে।