Malda Pakchoi Farming: দেশি পদ্ধতিতেই ফলছে বিদেশি শাক! চিনা পালং 'পকচই' চাষে মোটা টাকা লাভ...

ভিটামিন বি-কমপ্লেক্স সমৃদ্ধ এই চিনা পালং। রেস্টুরেন্টগুলিতে চাহিদা ব্যাপক। পাইকারি বাজারে কেজিতে ৬০ টাকা আর খোলা বাজারে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই চিনা শাক।

Feb 07, 2024, 13:08 PM IST
1/7

চিনা পালং চাষে লাভ!

Malda Pakchoi Farming

রণজয় সিংহ: পরীক্ষামূলকভাবে চিন দেশের সবজি ‘পকচই’ চাষ শুরু করেছিলেন মনতোষ রাজবংশী। বাংলার সবজি পালং শাকের সঙ্গে সবাই পরিচিত। চিনের অনেকটা সেই পালং শাকের মতো সবজি 'পকচই'। মালদায় প্রথম চিনের এই ‘পকচই’ চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন মনতোষ রাজবংশী।   

2/7

চিনা পালং চাষে লাভ!

Malda Pakchoi Farming

বাজারে ব্যাপক চাহিদা। তাই এই বছর থেকে বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছেন তিনি।। 'পকচই' মূলত শীতকালীন সবজি। এই দেশের শীতের সবজি চাষের পদ্ধতিতেই বিদেশি এই শাক চাষ করা যায়।‌ পকচই মূলত চিনের সবজি। চিনের পালং শাক বলা যায় এই সবজিকে।   

3/7

চিনা পালং চাষে লাভ!

Malda Pakchoi Farming

দেখতে অনেকটা পালং শাকের মত। এই সবজি খেতেও অনেকটা পালং শাকের মতো। স্থানীয় পালং শাকের সঙ্গে অনেকটাই মিল চিনের এই 'পকচই' শাকের। বর্তমানে ভারতের বিভিন্ন প্রান্তে এখন এই সবজি চাষ হচ্ছে। ফলে অনেকেই এই সবজি খাচ্ছেন।   

4/7

চিনা পালং চাষে লাভ!

Malda Pakchoi Farming

মূলত রেস্টুরেন্টগুলিতে এই সবজির ব্যাপক চাহিদা। কারণ বর্তমান রেস্টুরেন্ট গুলিতে দেশীয় খাবারের থেকে বিদেশি খাবারের চাহিদা ব্যাপক। পিজ্জা-বার্গারের মত খাবারের ব্যবহার করা হয় 'পকচই'। এই বাজার ধরতেই পুরাতন মালদার কৃষক মনোতোষ রাজবংশী প্রথম ‘পকচই’ চাষ শুরু করেন।   

5/7

চিনা পালং চাষে লাভ!

Malda Pakchoi Farming

পরীক্ষামূলকভাবে প্রথম বছর চাষ করে ব্যাপক বিক্রি করেছেন তিনি। তাই বর্তমানে ব্যাণিজিকভাভে চাষ শুরু করেছেন তিনি। পাইকারি মূল্যে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই ‘পকচই’ শাক। খোলা বাজারে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই চিনা শাক। অনেকেই নতুন এই শাক টেস্ট করার জন্য কিনে খাচ্ছেন।   

6/7

চিনা পালং চাষে লাভ!

Malda Pakchoi Farming

ধীরে ধীরে দেশীয় সবজির সঙ্গে বিদেশি এই সমস্ত সবজির চাহিদা বাড়ছে মালদায়। জেলার একাধিক কৃষক এই বাজার ধরতে বিদেশি বিভিন্ন সবজি চাষ শুরু করেছে ইতিমধ্যে। তাঁদের মধ্যেই অন্যতম একজন মনতোষ রাজবংশী। আগামীতে এই সবজির চাষ মালদায় ব্যাপক হারে বৃদ্ধি পাবে বলে তিনি মনে করছেন।   

7/7

চিনা পালং চাষে লাভ!

Malda Pakchoi Farming

কারণ বাজারে ব্যাপক চাহিদা রয়েছে চিনের এই শাকের। জেলা খাদ্য প্রক্রিয়াকরণ ও বাগিচা উদ্যান দফতরের আধিকারিক সামন্ত লায়েক বলেন, এই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন বি-কমপ্লেক্স রয়েছে।