1/5
2/5
photos
TRENDING NOW
3/5
4/5
এর পাশপাশি এদিন করোনা মোকাবিলায় সেন্টিনেল সার্ভের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ডেঙ্গির মত করোনাও তার রূপ বদলাচ্ছে। গতিবিধি বদলাচ্ছে। আগামীদিনে তার গতিপ্রকৃতি কী হবে, তা জানতে ও ভবিষ্যতে করোনা আটকাতে কী কৌশল নেওয়া হবে, তা নির্ধারণ করতে একটি সার্ভে করা হবে। যাকে বলা হয় সেন্টিনেল সার্ভে। এটা রাজ্য সরকার করবে।
5/5
মুখ্যমন্ত্রী বলেন, "এটা করার কারণ প্রচুর মানুষ রাজ্যের বাইরে রয়েছেন। যাঁরা ফিরতে শুরু করেছেন। এরপর আরও ফিরবেন। তাঁদের মধ্যে অনেকেই মুম্বই, গুজরাট, দিল্লি থেকে ফিরবেন। এখন এইসব জায়গায় করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেশি। তাই অনেকেরই করোনার সংক্রমণ থাকবে বলে আশঙ্কা। সেই কারণেই করোনা রুখতে একটা বড়সড় সার্ভে জরুরি।"
photos