1/5
2/5
এদিন বেলা ২টোয় মমতা যখন বলতে উঠেছেন তখন গরমে হাঁসফাঁস অবস্থা চারিদিকে। যাবতীয় প্রতিকূলতা উপেক্ষা করে তাঁর বক্তব্য শুনতে আসায় হাজির জনতাকে কৃতজ্ঞতা জানান তৃণমূলনেত্রী। প্রতিদিনের মতো এদিনও তাঁর আক্রমণের প্রধান লক্ষ্য ছিল বিজেপি ও নরেন্দ্র মোদী। এরই মধ্যে নিজের সাধাসিধে জীবনযাত্রার কথা নিজেই বলেন তিনি।
photos
TRENDING NOW
3/5
4/5
5/5
photos