গণবিবাহের আসরে আদিবাসীদের 'হাত ধরে' নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী

Mar 05, 2020, 13:18 PM IST
1/5

কমলিকা সেনগুপ্ত : মালদায় গণবিবাহের আসরে আদিবাসীদের সঙ্গে নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

2/5

এদিন মালদায় রূপ্রশ্রী প্রকল্পের আওতায় ২০০ আদিবাসী কন্যার বিয়ের আয়োজন করা হয়েছিল। তাতে অংশ নেন তৃণমূল নেত্রী।

3/5

আদিবাসীদের বিয়ের অনুষ্ঠানে নাচ একটি রীতি। গণবিবাহের অনুষ্ঠানে আদিবাসীরা যখন মাদলের তালে নাচ করছিলেন, তখনই মঞ্চ থেকে নীচে নেমে আসেন মুখ্যমন্ত্রী।

4/5

আদিবাসীদের চাদর গায়ে জড়িয়ে, হাতে হাত ধরে তাঁদের সঙ্গে নাচের তালে পা মেলান মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ খানিক্ষণই নাচে অংশ নিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।  

5/5

পরে নীল রঙের ওই চাদর আপামণ্যু হান্ডি নামে এক আদিবাসীকে দান করেন মমতা। মুখ্যমন্ত্রীর কাছ থেকে চাদর পেয়ে খুশিতে চোখে জল তাঁর।