কেন্দ্রের হাতে আইনশৃঙ্খলা, পূর্বপরিকল্পিতভাবে খুন করা হয়েছে ৫ শ্রমিককে: মমতা
|
Oct 30, 2019, 14:03 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরের কুলগামে সন্ত্রাসীবাদের গুলিতে নিহত হয়েছেন বাংলার ৫ শ্রমিক। তাঁরা সকলেই ছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা। ঘটনা পূর্বপরিকল্পিত বলে দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
2/5
টুইটারে মমতা লিখেছেন, গতকাল একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে কাশ্মীরে। ৫ নিরাপরাধ শ্রমিককে পূর্বপরিকল্পনা করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা ব্যথিত।
photos
TRENDING NOW
3/5
জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর আইনশৃঙ্খলা রয়েছে কেন্দ্রের নিয়ন্ত্রণে। সে কথা মনে করিয়ে দিয়ে মমতা টুইট করেছেন, কাশ্মীরে এখন কোনও রাজনৈতিক কর্মকাণ্ড নেই। আইনশৃঙ্খলা ভারত সরকারের হাতে। আমরা তদন্ত চাই। তাহলে আসল সত্যিটা বেরিয়ে আসবে।
4/5
সম্পূর্ণ তথ্য জানতে দক্ষিণ বাংলার এডিজি সঞ্জয় সিংকে দায়িত্ব দিয়েছেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
5/5
মুর্শিদাবাদের শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়াতে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মমতা। পরিবারের সঙ্গে দেখা করতে মুর্শিদাবাদ গিয়েছেন তৃণমূলের বিধায়ক ও সাংসদরা।