নিজে দাঁড়িয়ে থেকে গরিবদের চাল-ডাল বিলি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mar 27, 2020, 17:22 PM IST
1/5

সুতপা সেন: দরিদ্রদের বিনামূল্যে রেশন দেওযার কথা নবান্ন থেকে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও একাধিক ত্রাণের কথাও উল্লেখ করেছেন। তবে এরপরও বসে নেই তিনি।  

2/5

শুক্রবার কালীঘাট, আলিপুরে ফুটপাথবাসী এবং রিক্সাচালকদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন তিনি। সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, অনুজ শর্মা, এবং স্থানীয় কাউন্সিলররা।     

3/5

কার্যত ঝুঁকি মাথায় নিয়েই বেরিয়ে পড়েছেন রাস্তায়। কিছুদিন আগেই নগরপালকে সঙ্গে নিয়ে শহরের সমস্ত হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর গিয়েছেন বাজারে বাজারে. নিজের হাতে গন্ডি কেটেই বুঝিয়েছেন দুরত্বের গুরুত্ব। 

4/5

এদিনও তিনি নিজে দাঁড়িয়ে থেকে চাল-ডাল- পেঁয়াজ বিলির তদারকি করেছেন। বলার অপেক্ষা রাখে না, স্যোশাল মিডিয়া থেকে সর্বত্র, সকলেই একবাক্য়ে সাধুবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীর প্রয়াসকে। 

5/5

শুক্রবার দুপুকরেও তিনি সর্বত্র ঘুরে ধুরে খাদ্য সামগ্রী বিলি করেছেন, খাবার বিলি করেছেন নাইট সেল্টারেও