বিজেপিরই তো নেতা নেই, মহাজোটের প্রধানমন্ত্রী মুখ প্রশ্নে জবাব মমতার
Jan 19, 2019, 18:11 PM IST
1/5
দিল্লি তখত থেকে নরেন্দ্র মোদীকে সরাতে জোট করছে আঞ্চলিক দলগুলি। ইতিমধ্যেই উত্তরপ্রদেশে হাত মিলিয়েছেন মায়াবতী ও অখিলেশ যাদব। শনিবার ব্রিগেড সমাবেশেও একই সুর শোনা গেল আঞ্চলিক নেতাদের মুখে।
2/5
নরেন্দ্র মোদীকে হঠাতে একের বিরুদ্ধে এক ফরমুলার কথা প্রথম বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উদ্যোগ নিয়ে লোকসভার আগে ব্রিগেডে দেশের বিভিন্ন প্রান্তের আঞ্চলিক দলগুলির সমাবেশ করিয়েছেন।
photos
TRENDING NOW
3/5
বিরোধীদের উদ্দেশে বিজেপি প্রশ্ন তুলছে, মুখ কে? এদিনও রাজীবপ্রতাপ রুডি সাংবাদিক বৈঠকে বলেন, ''বিরোধীদের লড়াইয়ের মুখ কে? কে হবেন প্রধানমন্ত্রী''।
বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখ কে, সেনিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন পাল্টা প্রশ্ন তুলে দিলেন মমতা। বললেন, বিজেপিরই তো নেতা নেই। একজন প্রধানমন্ত্রী, আর এক জন সর্বভারতীয় সভাপতি রয়েছেন। বিরোধী শিবিরে অনেক নেতা রয়েছেন।