'প্রয়োজনে আমি আমার বাড়িও দিয়ে দিতে পারি', কেন? জানালেন মুখ্যমন্ত্রী নিজেই

Jun 17, 2020, 21:59 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন : করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনে নিজের বাড়িও দিয়ে দিতে পারেন তিনি। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

2/6

মুখ্যমন্ত্রী এদিন নবান্নে বলেন, "আমাদের প্ল‍্যানিং করা আছে। কিন্তু কখন কোথায় আবার বেড়ে যাবে, এটা কেউ বলতে পারে না।"

3/6

আর তাই অল্প উপসর্গ আছে, এমন করোনা রোগীদের চিকিৎসার জন্য রাজ্য সরকার 'সেফ হোম' তৈরি করছে বলে জানান তিনি। 

4/6

মুখ্যমন্ত্রী বলেন, "এখনও পর্যন্ত ১৪০টা সেফ হোম তৈরি করা হয়েছে। হাসপাতালে বেড যতটা সম্ভব খালি রাখা যায়, সেই উদ্দেশেই এই সেফ হোমগুলি তৈরি করা হচ্ছে।" 

5/6

তাঁর কথায়, "এগুলি কোনও কোয়ারেন্টিন সেন্টার নয়। ডাক্তাররা এখানে ২ বার করে ভিজিট করবে। খুব প্রয়োজন হলে তবেই হাসপাতালে ভর্তি করা হবে।" 

6/6

এরপরই মুখ্যমন্ত্রী বলেন, "প্রয়োজনে আমি আমার বাড়িও সেফ হোমের জন‍্য দিয়ে দিতে পারি।"