1/5
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/12/01/292382-mamata2.jpg)
নিজস্ব প্রতিবেদন: আমফান দুর্নীতিতে কম্পট্রোলার অডিটর জেনারেলের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। ৩ মাসের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দেবে সিএজি। এরপরই নবান্নে নাম না করে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, 'আমফানের ২৫ হাজার টাকা নিয়ে প্রশ্ন তুলছেন। অথচ পিএম কেয়ারসের লক্ষ লক্ষ টাকা নিয়ে কোনও অডিট হচ্ছে না।'
2/5
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/12/01/292381-pmcaresfb1.jpg)
photos
TRENDING NOW
3/5
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/12/01/292380-amphan.jpg)
মমতা বলেন,'এরা গরিব, কেউ ১ হাজার, ২ হাজার টাকা নিয়েছে। সেটাও ফেরত দিয়েছে। যদি কেউ নিয়ে থাকে আমরা আবার রিভিউ করে ফিরিয়ে দিয়েছি। তুমি সরকারের কথা শুনলে না। কেন্দ্রের নির্দেশ পেয়ে এসব করাচ্ছো। কী করাচ্ছো? বদনাম করার জন্য। তোমার পিএম কেয়ার্সে কত টাকা জমা হয়েছে। আজ পর্যন্ত কেউ জানতে পেরেছে। জানবার ক্ষমতা আপনাদের আছে? কী দিয়েছে? কয়েকটা ভেন্টিলেটর। আমেরিকাও তো কয়েকটা দিয়েছিল। কী দিয়েছো? ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোঁসাই। আগামী দিনে মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে। যতই বাংলাকে বদনাম করা চেষ্টা করো। যতই এজেন্সি লাগাও। ''
4/5
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/12/01/292379-mamata3.jpg)
আমফানের ত্রাণে দুর্নীতি হয়েছে বলে সরব হয়েছে সিপিএম- বিজেপি-সহ বিরোধীরা। এ দিন বিজেপির সঙ্গে তাল মেলানোর অভিযোগ তুলে সিপিএমকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। বলেন, 'আমফানের ২৫ হাজার টাকা নিয়ে প্রশ্ন তুলছেন। সবাইকে দেওয়া হয়েছে। সিপিএমের তো লজ্জা থাকা উচিত। বিজেপির সবচেয়ে বড় সর্দার আজ সিপিএম। লজ্জা থাকা উচিত। বামপন্থী বন্ধুরা আমি আপনাদের সম্মান জানিয়ে বলছি, এই সিপিএমকে আপনারা চেনেন না। এদের মতো এত নির্লজ্জ সিপিএম এমনকি বুদ্ধদেববাবু, জ্যোতিবাবুরাও ছিলেন না। আই অ্যাম সরি টু সে।'
5/5
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/12/01/292378-ch.jpg)
photos