সুতপা সেন: পুরীতে মুখ্যমন্ত্রী। আর পাঁচজন সাধারণ ভক্তের মতোই গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে জগন্নাথ মন্দিরে গেলেন মমতা। পুজোও দিলেন। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
2/7
৩ দিনের সফরে ওড়িশায় মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক করবেন তিনি। ২০২৪-র যেমন লোকসভা ভোট, তেমনই বিধানসভা নির্বাচন রয়েছে ওড়িশায়।
photos
TRENDING NOW
3/7
রাতে ভুবনেশ্বরে ছিলেন মুখ্যমন্ত্রী। এদিন সকালে ভুবনেশ্বর থেকে সড়়কপথে পুরীতে যান তিনি।
4/7
বাঙালির অবসর যাপনের প্রিয় ঠিকানা পুরী। প্রতি বছর জগন্নাথ দর্শন করতে পড়শি রাজ্যে যান প্রচুর পর্যটক। সঙ্গে সমুদ্রস্নানও। দিল্লির বঙ্গভবনের ধাঁচে পুরীতে গেস্ট তৈরি করবে রাজ্য সরকার।
5/7
পুরীতে পৌঁছতেই প্রথমে গেস্ট হাউসের জন্য জমি পরিদর্শন করতে যান মু্খ্যমন্ত্রী। কোথায়? স্থানীয় বালিয়াপন্ডা এলাকা। মমতার সঙ্গে ছিলেন ওড়িশার সরকারি প্রতিনিধিরাও।
6/7
মুখ্য়মন্ত্রী বলেন, 'জায়গাটা আমার পছন্দ হয়েছে। কাল নবীনজির সঙ্গে দেখা করব। আমি কথা বলে নেব। উনি সিদ্ধান্ত নেবেন'।
7/7
পরবর্তী গন্তব্য ছিল জগন্নাথ মন্দির। কিন্তু গাড়ি নিয়ে মন্দিরের কাছে যাাওয়ার নিয়ম নেই। সেকারণেই অনেকটা পথ হেঁটে যেতে হয় মমতাকে। পুরীর মন্দিরে পুজো দেন তিনি।