পড়ুয়াদের মুখোমুখি, আগামিকাল অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিয়ন ডিবেটে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী

Dec 01, 2020, 20:15 PM IST
1/5

সুতপা সেন : অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিয়ন ডিবেটে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের প্রথম মহিলা নেত্রী হিসেবে এই ডিবেটে অংশ নেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

2/5

ইউনিয়ন ডিবেটে অংশ নেওয়ার জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটির তরফে জুলাই মাসে অনুরোধ করা হয় মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। সেই অনুরোধে সাড়া দিয়েই বুধবার অনলাইনে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে ডিবেটে যোগ দেবেন তিনি।  

3/5

বুধবার নবান্ন থেকে বিকেল ৫টায় এই ডিবেটে অংশ নেবেন তিনি। বার্ষিক এই ডিবেটে আগামিকাল ভার্চুয়াল মোডে বাংলার উন্নয়ন নিয়ে বলবেন মুখ্যমন্ত্রী। 

4/5

ইতিমধ্যেই ডিবেটের জন্য অনলাইনে প্রশ্ন জমা দিয়েছেন পড়ুয়ারা। প্রায় ৬০০ প্রশ্ন জমা পড়েছে। তারমধ্যে বাছাই করা প্রশ্ন মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে। 

5/5

উল্লেখ্য, এর আগে এই ডিবেটে রোনাল্ড রেগান, জিমি কার্টার, দলাই লামা, মাইকেল জ্যাকসন, চার্চিল, আইনস্টাইন, মাদার টেরেসা প্রমুখ ব্য়ক্তিত্ব অংশ  নিয়েছেন।