করোনায় গোষ্ঠীসংক্রমণ, আক্রান্ত বাড়ির পরিচারকই, জানালেন মুখ্যমন্ত্রীই

Oct 03, 2020, 20:41 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: করোনায় কমিউনিটি স্প্রেড হয়ে গিয়েছে। আক্রান্ত তাঁর ঘরের পরিচারকই। হাথরসকাণ্ডের প্রতিবাদে মিছিলের পর মমতা জানান, করোনায় গোষ্ঠীসংক্রমণ শুরু হয়ে গিয়েছে। তাঁর বাড়ির পরিচারকই কোভিড আক্রান্ত।

2/5

এদিন মমতা বলেন,''আমরা বাড়িতে তিনজন থাকি। একটা ছেলে রয়েছে ,ও চা করে দেয়। কাল বাড়ি ফিরে দেখছি, চা দেওয়ার কেউ নেই। শুনলাম ওর করোনা হয়েছে।''

3/5

এই প্রসঙ্গেই গোষ্ঠীসংক্রমণের কথা বলেন মমতা। তাঁর কথায়,''ওরা আলাদাই থাকত। আমার বাড়ির ছেলেটি কোথাও যেত না। তবুও করোনা হয়ে গেল। করোনায় কমিউনিটি স্প্রেড হয়ে গিয়েছে।''

4/5

করোনার জন্য বিজেপিকেও কাঠগড়ায় তোলেন মমতা। বলেন,''আমরা মিছিল,মিটিং করছি না। কিন্তু বিজেপি মিছিল করছে, দাঙ্গা লাগাচ্ছে, কোভিড ইনফেকশন ছড়াচ্ছে। নানা কীর্তি ওদের।''

5/5

লকডাউনের জেরে আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেশ। সেনিয়েও বিজেপিকে নিশানা করেন মমতা। তাঁর কথায়,''কোভিডের সঙ্গে লড়ার জন্য প্রস্তুত আছি। বিজেপি তোমার বন্দুককে ভয় পাই না। তোমার গুন্ডাপার্টিকে ভয় পাই না।"