Goa: জয়ের খোঁজে সৈকত রাজ্যে মমতা

কংগ্রেস এবং বিজেপিকে নিশানা করলেন মমতা 

Oct 29, 2021, 15:11 PM IST

২০২২-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে তৃণমূল। গোয়ার (Goa) মাটিতে দাঁড়িয়ে কংগ্রেস (Congress) এবং বিজেপিকে (BJP) একই সঙ্গে নিশানা করলেন মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন যে সময়ে সিদ্ধান্ত নিতে পারেনি কংগ্রেস (Congress) এবং তাঁরাই বিজেপিকে (BJP) সরকার তৈরির সুযোগ করে দিয়েছে। তৃণমূল রক্ত দিতে প্রস্তুত কিন্তু বিজেপির (BJP) সঙ্গে আপস করবে না বলেই জানিয়েছেন তিনি।

1/5

ক্ষমতা দখল নয়

not here to seize power

পানাজিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি গোয়াতে ক্ষমতা দখল করতে আসেননি। তিনি আসলে গোয়ার মানুষকে সাহায্য করতে এসেছেন। মমতা বলেন যে তিনি গোয়ার মানুষের বনের মত এবং গোয়ার মানুষের কষ্ট তিন আর দেখতে পারছেন না। 

2/5

ফেডেরাল কাঠামো

strong federal structure

দিল্লির দাদাগিরি চলবে না এবং তিনি চান দেশের ফেডেরাল কাঠামো আরও শক্ত হোক। 

3/5

গর্বের সাথে বাঁচুক

live with pride

গোয়াকে তাদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার জন্য সম্পূর্ণ সুরক্ষা দিতে চাই বলে জানিয়েছেন মমতা। তিনি আরও বলেন যে তিনি চান গোয়া মাথা উঁচু করে বাঁচুক, গর্বের সাথে বাঁচুক। 

4/5

গর্বিত হিন্দু

proud hindu

গোয়াতে মমতা দাবি করেন যে তিনি মরে যাবেন কিন্তু মানুষকে বিভক্ত করবেন না। তিনি বলেন যে তিনি ভাগ করেন না। আমার ধর্মের শংসাপত্র দেওয়ার মতো কেউ বিজেপি নয় বলে জানান তিনি। তিনি আরও বলেন যে তিনি একজন গর্বিত হিন্দু। 

5/5

তৃণমূলে নতুন মুখ

new face in TMC

গোয়াতে আজ তৃণমূলে যোগ দেন লিয়েন্ডার পেজ, নাফিসা আলি এবং মৃণালিনী দেশপ্রভু।