চিটফান্ড নিয়ে সরব অধীর, সনিয়ার কাছে নালিশ মমতার

Feb 13, 2019, 23:56 PM IST
1/6

মোদীকে হটাতে কেউ অচ্ছুত্ নয়। রাজ্যে যতই বিরোধিতা থাক। জাতীয় রাজনীতির মঞ্চে সবাই এককাট্টা। বিজেপিকে রুখতে দিল্লিতে নয়া সমীকরণের ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর বিরুদ্ধে লড়াইয়ে প্রথমবার পাশে ডাকলেন বামেদেরও। 

2/6

তবে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের আচরণ নিয়ে দৃশ্যতই না-খুশ মমতা। নালিশ ঠুকলেন সনিয়া গান্ধীর কাছে। 

3/6

এদিন লোকসভার শেষ অধিবেশনে চিটফান্ড নিয়ে তৃণমূল কংগ্রেসকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। 

4/6

সূত্রের খবর, অধীর চৌধুরীর এহেন আচরণে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। সেন্ট্রাল হলে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা হলে অসন্তোষ জানান তিনি। সোনিয়া বার্তা দেন, পরস্পরকে দোষরোপ করলেও তাঁরা বন্ধু। 

5/6

সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন, এমন চলতে থাকলে তো সম্পর্ক রাখাই মুশকিল! মাথায় রাখব ব্যাপারটা। 

6/6

যন্তর মন্তরের সভায় মমতা বার্তা দেন, ''লড়াই হোক রাজ্যে। দিল্লিতে টার্গেট শুধুই মোদীকে সরানো''। আর এ জন্য মহাজোটে বামেদের সামিল হওয়ার ডাক দিলেন তৃণমূল নেত্রী। এই প্রথমবার।