Mamata In Portuguese Church: ক্রিসমাসের বিশেষ প্রার্থনায় মমতা, পর্তুগিজ চার্চে গিয়ে নিলেন আশীর্বাদ

Dec 24, 2022, 23:58 PM IST
1/5

ক্রিসমাসে আলোর রোশনাইয়ে ভাসছে পার্ক স্ট্রিট থেকে বড়বাজার। শহরের গির্জায় গির্জায় যিশুর আবাহন। ক্যারলের সুরে মাতয়ারা মানুষজন। এর মধ্য়েই ব্রেবোর্ন রোডের পর্তুগিজ চার্চে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যোগ দিলেন বিশেষ প্রার্থনায়, নিলেন আশীর্বাদ। মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে পৃথিবীর মঙ্গল কামনা করলেন ফাদার।

2/5

পর্তুগিজ চার্চে যিশুর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

3/5

চার্চে অন্যান্যাদের সঙ্গে দাঁড়িয়ে প্রার্থনাও করেন মুখ্যমন্ত্রী। পাশে ছিলেন অভিষেক। ক্যারলের সুরে ভেসে যায় গোটা চার্চ।

4/5

প্রার্থনার পর ফাদারের কাছ থেকে আশীর্বাদ নেন মুখ্যমন্ত্রী।   

5/5

চার্চের তরফে মুখ্যমন্ত্রীর হাতে একটি উপহার তুলে দেওয়া হয়। চার্চে প্রার্থনায় উপস্থিতি ফাদার ও নানদের সঙ্গে কথা বলেন। তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মমতা।