উল্টো মাথা নিয়ে জন্ম, যার ২৪ ঘণ্টা বাঁচার আশা ছিল না, তাঁর বয়স আজ ৪৪

Mar 27, 2021, 19:48 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন: মাথা পিছনের দিকে ঝুলছে, এভাবেই কাটিয়ে ফেলছেন ৪৪ টা বছর। উল্টো মাথা নিয়ে জন্মানোর পর এক ব্যক্তির পরিবারকে চিকিত্সকরা জানিয়েছিলেন যে ২৪ ঘণ্টার বেশি বেঁচে থাকার আশা নেই। উত্তর-পূর্ব ব্রাজিলের রাজ্য বাহিয়া থেকে ক্লোদিও ভিয়েরা ডি অলিভারিয়া জন্মগ্রহণ করেছিলেন আর্থ্রোগ্রিপোসিস মাল্টিপ্লেক্স কনজেনাইটা নামক একটি বিরল রোগ নিয়ে।

2/7

এই রোগে পায়ের পেশীগুলিতে অ্যাট্রোফি রয়েছে, তার পা তার বুকের সাথে আটকে রয়েছে এবং তার মাথাটি পিছনের দিকে। অর্থাৎ গোটা জগৎকে তিনি উল্টোভাবে দেখেন। 

3/7

জীবনের অনেক কিছু থেকে বঞ্চিত থেকেছেন ঠিকই, কিন্তু জীবনের প্রতি পদে বাঁচার রসদ খুঁজে নিয়েছেন তিনি। 

4/7

তবে এই ব্যক্তি জানিয়েছেন, নিঃশ্বাস নিতে, দেখতে, খেতে এবং জলপান করতে তার কোনও সমস্যা হয়না। 

5/7

পাশাপাশি তিনি প্রেরণামূলক বার্তা দিয়ে নানা ভিডিও করেন। 

6/7

তিনি আরও জানাচ্ছেন, আমি কখনও মনে করিনি আমার জীবনে কোনও অসুবিধা আছে। আমার জীবন আর ৫ টা সাধারণ জীবনের মতো। 

7/7

হার মানবেন না, ওঁনা দেখুন অথবা নিজেকে দুর্বল মনে করবেন না, এমনই কিছু আশা জোগানোর মন্তব্যের সঙ্গে ভাইরাল হয়েছে একাধিক ছবি।