কমোডের সামনে রাখা ফুচকার ঝুড়ি, এই ছবি দেখলে নেশা ছুটে যাবে আজই

Jun 25, 2019, 15:53 PM IST
1/4

ফুচকা কোথায় তৈরি হয়। কী তেল ব্যবহার করেন ফুচকা নির্মাতারা? কোথা থেকেই বা আসে ফুচকার জল? ফুচকা খাওয়ার আগে মনে অন্তত একবার আসে সেই প্রশ্ন। পাতায় ফুচকা পড়ার পর যদিও সেসব ভুলে টুপ করে গিলে ফেলি এক গ্রাসে। কিন্তু এই খবর পড়ার পর ফুচকা খাওয়ার আগে একবার ঢোঁক গিলতে হবেই। 

2/4

আমদাবাদ থেকে প্রকাশিত খবরে জানা যাচ্ছে, সেখানে শৌচাগারের মধ্যে ফুচকা মজুত রেখেছিল এক রেস্তোরাঁ। লক্ষ্মী পানিপুরি নামে আমদাবাদ শহরের নারানপুরা এলাকার ওই দোকান বেশ জনপ্রিয়। 

3/4

সোমবার সন্ধ্যায় বিষয়টি প্রথম নজরে আসে এক ক্রেতার। ফুচকায় দুর্গন্ধ পেয়ে দোকানের ভিতরে ঢোকেন তিনি। তখনই দেখেন শৌচাগারের ভিতর কমোডের সামনে রাখা ফুচকার ঝুড়ি। 

4/4

সঙ্গে সঙ্গে শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয়রা ভিড় করেন দোকানের সামনে। ছবি তুলে বিষয়টি স্থানীয় পুর কর্তৃপক্ষের নজরে আনেন ওই ব্যক্তি। তবে পুর কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি।