করোনা থেকে বাঁচতে দিনে লিটার লিটার জল খেয়ে হাসপাতালে যুবক

Dec 30, 2020, 18:31 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন:  করোনা  থেকে বাঁচতে খেতে হবে জল সঙ্গে প্রোটিন ভিটামিন সি সহ আরও কত কী! নানা মুনির নানা মতে চলেছে কোভিড কাল। ইমিউনিটি বাড়াতে আর শরীর থেকে করোনাকে তাড়াতে উঠে পড়ে লেগেছে  বিশ্ববাসী। 

2/5

এ হেন অবস্থা ৩৪ বছরের এক ব্যক্তি কোভিড থেকে বাঁচতে এমন এক পন্থা ধরে যার জন্য মৃত্যুর সঙ্গে লড়তে হয় তাঁকে। 

3/5

তিনি বিশ্বাস করতেন বা কারর থেকে জেনে ছিলেন যে বেশি বেশি জল খেলে করোনা তাঁকে ছুঁতে আসবে না। 

4/5

তার জন্য সে প্রতিদিন ৫ লিটার করে জল খেতেন। যার ফলে তার শরীরে সোডিয়ামের স্তর বিপদসীমায় পৌঁছে গিয়ে ছিল। 

5/5

যবে থেকে করোনার সঙ্গে যুঝতে হচ্ছে, তবে থেকে তিনি বেশি বেশি করে জল খাওয়া শুরু করেছিলেন। দিনে ৫ থেকে ৬ লিটার জল খেতে প্রতিদিন। বেশি তো কম নয়। এরপর স্ট্রেনের আতঙ্ক আসার পর জল খাওয়ার পরিমাণ আরও বাড়িয়ে দেন। গতকাল জল খাওয়ার পর হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ব্রিটেনে।