বক্স অফিসে মাত্র ৮ দিনে 'মণিকর্ণিকা' কত কোটির ব্যবসা করেছে জানেন?

Feb 02, 2019, 21:16 PM IST
1/6

বক্স অফিসে ঝাঁসির রানি লক্ষীবাইয়ের মতোই দাপিয়ে বেড়াচ্ছে কঙ্গনা রানাওয়াতের মণিকর্ণিকা: দ্যা কুইন অফ ঝাঁসি।

2/6

২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার প্রথমদিন ৮.৭৫ কোটির ব্যবসা দিয়ে বক্স অফিসে খাতা খুলেছিল কঙ্গনা রানাওয়াতের এই ছবি। 

3/6

এই ছবিতে শুধু অভিনেত্রী হিসাবেই নয়, পরিচালকের ভূমিকাতেও কাজ করেছেন কঙ্গনা রানাওয়াত। 

4/6

মণিকর্ণিকা: দ্যা কুইন অফ ঝাঁসি ছবিটি এখনও পর্যন্ত ৬৪. ৬৫ কোটি টাকার ব্যবসা করেছে মাত্র ৮ দিনে।

5/6

ছবিটি মুক্তির প্রথম দিন শুক্রবার থেকে এখনও পর্যন্ত ব্যবসার তালিকাটা খানিকটা এইরকম।  শুক্রবার- ৮.৭৫ কোটি শনিবার-১৮.১০ কোটি রবিবার-১৫.৭০ কোটি সোমবার- ৫.১০ কোটি মঙ্গলবার ৪.৭৫ কোটি বুধবার ৪.৫০ কোটি বৃহস্পতিবার-৪.২৫ কোটি দ্বিতীয় সপ্তাহে শক্রবার ছবিটির ব্যবসার পরিমান ৩.৫০ কোটি। সবমিলিয়ে ছবিটির ব্যবসার পরিমান ৬৪.৬৫কোটি টাকা।        

6/6

ছবিটি খুব শীঘ্রই ৭০ কোটির ব্যবসা ছাড়াবে এমনকি ১০০ কোটিরও ব্যবসা ছাড়াতে পারে বলে মনে করছেন ফিল্ম সমালোচকরা।