দেশের প্রতিটি মানুষ সেনার মতো লড়ছে, করোনার বিরুদ্ধে এই সংগ্রাম ভবিষ্যত মনে রাখবে

Apr 26, 2020, 16:38 PM IST
1/5

1

1

করোনার মতো মহামারী ঠেকাতে এগিয়ে এসেছেন মানুষ। এটা এখন আন্দোলনে পরিণত হয়েছে। মন কি বাত-এ মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

2/5

2

2

মানুষ এখন এই মহামারীর বিরুদ্ধে যেভাবে লড়াই করছেন তা নিয়ে ভবিষ্যতে আলোচনা হবে। মানুষের এই আন্দোলনকে আমি প্রণাম জানাই। দেশের প্রতিটি মানুষ সেনানির মতো লড়াই করেছে।

3/5

3

3

করোনা মোকাবিলায় রাজ্যগুলির ভূমিকা প্রশংসা করেন মোদী। বলেন, এই লড়াইয়ে রাজ্যগুলি অত্যন্ত ভালো কাজ করেছে। গ্রাম-শহর প্রত্যেকটি জায়গায় মানুষ করোনার সঙ্গে লড়াই করছেন। কেউ গরিব মানুষকে খাওয়াচ্ছেন। কেউ করোনা মোকাবিলায় কাজ করার জন্য জমি বিক্রি করছেন।

4/5

4

4

মাস্ক এখন জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কেউ মাস্ক পরে রয়েছেন বলে তিনি অসুস্থ এমন ভাবার কোনও কারণ নেই। মাস্ক হল সভ্য সমাজের চিহ্ন-আপনি যদি নিজেকে বাঁচাতে চান তাহলে মাস্ক পরতে হবে। অন্যকে বাঁচাতে চাইলেও মাস্ক পরতে হবে।

5/5

5

5

করোনা চিকিত্সায় যারা কাজ করছেন তাদের সুরক্ষার জন্য আইন তৈরি হয়েছে। এতে চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীরা খুবই খুশি।