৩০ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

Apr 26, 2020, 16:26 PM IST
1/4

৩০ এপ্রিল অর্থাত্ আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণ বঙ্গের সব জেলাতেই কালবৈশাখীর পূর্বাভাস।  

2/4

বাদ যাবে না শহর কলকাতাও। ঝড়ের গতিবেগও থাকবে বেশি। চল্লিশ থেকে পঞ্চাশ কিমি প্রতি ঘণ্টায়।  

3/4

 এপ্রিলের শেষ আর মে মাসের শুরুতে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যেটা আরও ঘনীভূত হওয়ার সম্ভবনা।  

4/4

 এই ঘূর্ণাবর্তটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলেও তার গতিপথ ভারত তথা পশ্চিমবঙ্গের দিকে থাকবে না বলেই অনুমান আবহাওয়াবিদদের।