আল্লাহ আমাদের রক্ষা করুন, ভারতের এয়ারস্ট্রাইকে আতঙ্কিত নওয়াজ কন্যা

Feb 26, 2019, 21:27 PM IST
1/5

ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইকে থরহরিকম্প পাকিস্তানে। সার্জিক্যাল স্ট্রাইকের বেলায় স্বীকারও করেনি ইসলামাবাদ। তবে এবার এয়ারস্ট্রাইকের কথা স্বীকার করলেও ক্ষয়ক্ষতি লোকানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান। জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠকেও বসেন ইমরান খান। নরেন্দ্র মোদীকে নকল করে পাল্টা দেওয়ার হুঁশিয়ারিও দেন পাক প্রধানমন্ত্রী। 

2/5

পাক প্রধানমন্ত্রী যখন ভারতকে হুঁশিয়ারি দিচ্ছেন, তখন প্রাক্তন প্রধানমন্ত্রী কন্যার মুখে  আবার দেশরক্ষার মিনতি।  এটাই এখন পাকিস্তানের সামগ্রিক ছবি।

3/5

টুইটারে নওয়াজের কন্যা মরিয়ম নওয়াজ শরিফ লিখেছেন, ''কোটলাখপট জেলে বাবার সঙ্গে দেখা হল। ভারতীয় যুদ্ধবিমানের অনুপ্রবেশের নিন্দা করেছেন উনি''।                       

4/5

এরপরই উর্দুতে লিখেছেন, ''পাকিস্তান ইশ্বরের উপহার। আল্লাহ এই দেশ ও এখানকার নাগরিকদের রক্ষা করুন''।     

5/5

মরিয়মের টুইট ও পাকিস্তানের অবস্থা দেখে স্পষ্ট, ভারতের এমন প্রত্যাঘাতের জবাব খুঁজে পাচ্ছে না তারা।