মাঠের বাইরে মানবিক মাশরাফি, জন্মদিনে উঠে এল বাংলাদেশ অধিনায়কের 'মাসিহা' রূপ

Oct 05, 2018, 20:07 PM IST
1/8

জন্মদিনে উঠে এল বাংলাদেশ অধিনায়কের 'মাসিহা' রূপ

1

৩৪ পেরিয়ে ৩৫-এ পা রাখলেন মাশরাফি মোর্তাজা। জন্মদিনে উঠে এল বাংলাদেশ অধিনায়কের মানবিক রূপ। মাঠের বাইরেও তিনি কেন দেশের মানুষের কাছে প্রাণের ক্যাপ্টেন, তা সহজেই বুঝে নেওয়া যায়। মাশরাফি মানে বাংলাদেশের জনগণের কাছে মাসিহার সমান।

2/8

জন্মদিনে উঠে এল বাংলাদেশ অধিনায়কের 'মাসিহা' রূপ

2

ঘটা করে তাঁর জন্মদিন পালন হোক, এমনটা কখনওই চান না বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মোর্তাজা। তাই আড়ম্বরহীন ভাবেই কাটান দিনটা। কিন্তু এই দিনে প্রিয় ক্যাপ্টেনের জন্য উত্সব পালন করেন বাংলাদেশের জনগণ। মাশরাফি তাঁদের প্রিয় অধিনায়ক বলে কথা!

3/8

জন্মদিনে উঠে এল বাংলাদেশ অধিনায়কের 'মাসিহা' রূপ

3

নিজের দেশ ও জন্মস্থান নড়াইলের হিত করতে গড়ে তুলেছেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। মাশরাফির এই ফাউন্ডেশন বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ করে।

4/8

জন্মদিনে উঠে এল বাংলাদেশ অধিনায়কের 'মাসিহা' রূপ

4

জন্মস্থান নড়াইলে ফুটবল, ক্রিকেট, ভলিবলের জন্য চার বছরের কোর্সের ব্যবস্থা চালু করেছেন মাশরাফি। সবটাই নিজস্ব উদ্যোগে স্পনসর জোগাড় করে।

5/8

জন্মদিনে উঠে এল বাংলাদেশ অধিনায়কের 'মাসিহা' রূপ

5

বন্ধুদের বিপদে সব সময় সবার আগে ঝাঁপিয়ে পড়েন মাশরাফি। কারও বোনের বিয়ে, কারও আয়ের জোগান, কারও আবার পরিবারের খরচ, সবই জুগিয়েছেন সময়ে সময়ে। ক্রিকেট থেকে আয়ের একটা বড় অংশ অন্যের সমস্যার সমাধানে ব্যয় করেন বাংলাদেশের এই অধিনায়ক। 

6/8

জন্মদিনে উঠে এল বাংলাদেশ অধিনায়কের 'মাসিহা' রূপ

6

এক ডজন দুঃস্থ ছেলেমেয়ের পড়াশোনা ও চিকিত্সার খরচ জোগান মাশরাফি। নিজের জন্মস্থান নড়াইলের মানুষের কাছে মাশরাফি মানে মাসিহা। 

7/8

জন্মদিনে উঠে এল বাংলাদেশ অধিনায়কের 'মাসিহা' রূপ

7

জন্মদিনে ভক্তদের শুভেচ্ছায় ভাসলেন মাশরাফি। সবার মুখে একটাই কথা, বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি মোর্তাজা।

8/8

জন্মদিনে উঠে এল বাংলাদেশ অধিনায়কের 'মাসিহা' রূপ

8

ছেলের জন্মদিনে মা হামিদা মুর্তাজা আবেগঘন হয়ে বললেন, ''আমার মাশরাফি এখন গোটা দেশে সবার সন্তান। ওর জন্য আমাদের গোটা পরিবার গর্বিত। ও দেশের মানুষের কাছের মানুষ। এর থেকে বড় প্রাপ্তি আর কিছু নেই।''