ভালভ লাগানো মাস্ক পরে বেরোলেই জরিমানা, জানিয়ে দিল এই রাজ্যের সরকার

Aug 14, 2020, 17:31 PM IST
1/5

এতদিন পর্যন্ত মাস্ক না পরলে জরিমানা হত। এবার মাস্ক পরলেও রেহাই নেই। সরকারের নির্দেশ মেনে পরতে হবে মাস্ক। কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, ভালভ লাগানো মাস্ক করোনার সংক্রমণ রুখতে পারছে না। ফলে ভালভ লাগানো মাস্ক পরে কোনও লাভ নেই। 

2/5

এবার মধ্যপ্রদেশের ইন্দৌরে ভালভ লাগানো মাস্ক পরে বাড়ির বাইরে বেরনোর উপর নিষেধাজ্ঞা জারি হল। ভোপা

3/5

ইন্দৌরের প্রশাসন জানিয়েছে, এবার থেকে ভলভ লাগানো মাস্ক পরে কেউ রাস্তার বেরোলে তাঁকে ১০০ টাকা জরিমানা করা হবে। 

4/5

পুর আধিকারিক এবং পঞ্চায়েত কর্মীদের রাস্তায় নেমে নির্দেশ কার্যকর হচ্ছে কি না তা দেখতে বলা হয়েছে। ইন্দৌরের প্রশাসন জানিয়েছে, মেডিক্যাল স্টাফরা ভালভ লাগানো মাস্ক পরতে পারবেন।

5/5

সরকারের এমন নিষেধাজ্ঞায় বিপদে পড়েছেন ইন্দৌরের কেমিস্টরা। তাঁরা জানিয়েছেন, প্রায় পাঁচ কোটি টাকার ভালভ লাগানো মাস্ক মজুত রয়েছে তাঁদের কাছে। সেগুলির কী হবে এবার! ইন্দৌরের ৭০ জন হোলসেলার এবং ৪০০-৫০০ কেমিস্ট প্রশাসনের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাঁরা জানিয়েছেন, সরকারের আগে জানানো উচিত ছিল। তা হলে তাঁরা নতুন স্টক তুলতেন না!