অযোধ্যায় রামমন্দির নির্মাণে লাগবে এক বিশেষ জিনিস! তারাপীঠের মহাশ্মশান থেকে যাচ্ছে তা...

Jul 28, 2020, 13:07 PM IST
1/4

নিজস্ব চিত্র

অযোধ্যায় রামমন্দির নির্মাণের মৃত্তিকা পুজো করা হল সিদ্ধপীঠ তারাপীঠে। সেই উপলক্ষ্যে একটি মহাযজ্ঞের আয়োজন করা তারাপীঠ মন্দির চত্বরে।

2/4

নিজস্ব চিত্র

 বিশ্ব হিন্দু পরিষদের উত্তর বীরভূম জেলা,  দক্ষিণ বঙ্গপ্রান্ত এই মৃত্তিকা পুজো আয়োজন করে। এদিনের মৃত্তিকা পুজোয় তারাপীঠের জীবিত কুণ্ডের জল,  দ্বারকা নদীর জল এবং সিদ্ধপীঠ তারাপীঠের মহাশ্মশানের মৃত্তিকা নিয়ে পুজো করা হয়।

3/4

নিজস্ব চিত্র

 এই পূজিত উপকরণ এবং এদিনের মহাযজ্ঞের ভষ্ম  পিতলের কলসিতে ভরে নিয়ে যাওয়া হবে অযোধ্যা।

4/4

নিজস্ব চিত্র

 সেখানে পাঁচ অগাস্ট রামমন্দির নির্মাণকার্যে এই উপকরণগুলি সংযুক্ত করা হবে। এদিনের মৃত্তিকা পুজোয় বিশ্বহিন্দু পরিষদের সদস্যদের পাশাপাশি এলাকার বিভিন্ন বিজেপির নেতাকর্মীও হাজির ছিলেন।