1/5
দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি ব্লকের আমিনপুর এলাকার মাটিয়া কালীর পুজো প্রায় ৬০০ বছর ধরে হয়ে আসছে। ৬০০ বছর আগে তৎকালীন অবিভক্ত বাংলার তথা বর্তমান বাংলাদেশের দিনাজপুর জেলার হরিপুর এস্টেটের জমিদার এই পুজার প্রচলন করেন। তারপর থেকে প্রতিবছর শাক্ত মতে এই পুজো হয়। যেহেতু পুজো শাক্ত মতে হয়ে থাকে সে কারণে এখানে দেবীর সামনে বলির প্রচলন রয়েছে।
2/5
photos
TRENDING NOW
3/5
4/5
5/5
photos