জুনিয়র ধোনি! এশিয়ার সব থেকে কমবয়সী ক্রিকেটারকে চেনেন?

Aug 09, 2018, 20:05 PM IST
1/7

1

1

চেন্নাইয়ের বাসিন্দা সানুষ সুর্যদেবের বয়স আড়াই বছর। এশিয়ার কনিষ্ঠতম ক্রিকেটার সে। এশিয়া বুক অফ রেকর্ডসে এই মহাদেশের সর্বকনিষ্ঠ পেশাদার ক্রিকেটার হিসাবে তাঁর নাম রয়েছে।

2/7

2

2

আইপিএল চলাকালীন ধোনির সঙ্গে একবার দেখা হয়েছিল সানুশের। এমএসডি তার প্রতিভা দেখে অবাক হয়েছিলেন। 

3/7

3

3

সানুশের যখন এক বছর বয়স তখনই তার বাবা-মা তাঁকে পার্কে ক্রিকেট খেলতে দেখে প্রথমবার। 

4/7

4

4

পাড়া-প্রতিবেশি, আত্মীয়-স্বজনদের কাছে সানুশ জুনিয়র ধোনি নামেই বিখ্যাত।

5/7

5

5

সানুষের প্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। বাঁ-হাতি হলেও সানুষ বড় হয়ে ধোনির মতো ব্যাটসম্যান হতে চায়। প্রথমবার দেখে ধোনিও তাকে বলেছিলেন, ''বাহ! তুমি ভাল ব্যাট করো তো!''

6/7

6

6

আইপিএলে চেন্নাইয়ের  খেলা থাকলে প্রায়ই সানুষকে মাঠে দেখা যায়। 

7/7

7

7

বাঁ-হাতে ব্যাটিংয়ের সঙ্গে সঙ্গে সানুশ বাঁ-হাতি স্পিনার।