নেট দুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন Mahendra Singh Dhoni-র প্রাক্তন এই প্রেমিকা

Jul 09, 2021, 21:07 PM IST
1/9

সাক্ষী ধোনির সঙ্গে বিয়ের আগে দক্ষিণী তারকা রাই লক্ষ্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি Hot- ছবিতে নেট দুনিয়ায় ঝড় তুলেছেন সেই 'রাই'।

2/9

যদিও রাই লক্ষ্মীর সঙ্গে প্রেমের কথা কোনওদিনই প্রকাশ্যে স্বীকার করেননি মহেন্দ্র সিং ধোনি। তবে ক্রিকেট তারকার প্রেমের কথা কি আর চাপা থাকে! আর তাই ধোনি ও রাই লক্ষ্মীর প্রেমের খবর ফাঁস হয়েই গিয়েছিল। 

3/9

জানা যায়, এই রাই লক্ষ্মীর সঙ্গে ধোনির আলাপ হয়েছিল ২০০৮ সালে, একটি জন্মদিনের পার্টিতে। জানা যায়, সেসময় ধোনির প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন রাই। 

4/9

ধোনি কিছু না বললেও, রাই লক্ষ্মী একবার প্রকাশ্যে বলেই ফেলেছিলেন, যদি ধোনি তাঁকে বিয়ের প্রস্তাব দেন, তাহলে তিনি তৈরি। 

5/9

জানা যায়, ধোনি ও রাই লক্ষ্মী টানা একবছর সম্পর্কে ছিলেন, পরে অবশ্য তাঁরা একে অপরের থেকে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

6/9

ধোনির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে এখনও আলোচনার বিষয়ে বেশকিছুদিন আগে রাই লক্ষ্মী বলেন, ''আমার মনে হয়, ধোনির সঙ্গে আমার সম্পর্ক একটা দাগের মতো, যা এতদিন পরেও মুছতে চায় না।'' 

7/9

রাই-এর কথায়, বিচ্ছেদের এত বছর পরও দেখি লোকজন আমাকে ও ধোনিকে নিয়ে আলোচনা করতে ছাড়ে না। এখনও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এই প্রসঙ্গ উঠে আসে। আমার মনে হয়, একদিন আমাদের সন্তানরা এসব দেখে প্রশ্ন করে বসবে। 

8/9

রাই লক্ষ্মী বহু তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়ালাম ছবিতে কাজ করেছেন। হিন্দি ছবি 'জুলি-২', 'আকিরা'তেও দেখা গেছে তাঁকে। 

9/9

সম্প্রতি সকলকে অবাক করে নিজের বাগদানের কথা ঘোষণা করেছেন রাই লক্ষ্মী। গত ২৭ এপ্রিল দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে বাগদান সেরে ফেলেছেন ধোনির প্রাক্তন।