F1 Wags Of 2023: গতির দুনিয়ায় তাঁরা তোলেন ঝড়, হ্যামিলটন-হাল্কেনবার্গদের জীবনে সুনামির কারণ যাঁরা

Mar 05, 2023, 18:21 PM IST
1/9

গতির দুনিয়ায় তাঁরা তোলেন ঝড়, হ্যামিলটন-হাল্কেনবার্গদের জীবনে সুনামির কারণ যাঁরা

 Meet the F1 Wags of 2023, including supermodels from Brazil and Italy

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাহারিন গ্রাঁ প্রি দিয়ে শুরু হয়েছে চলতি ফর্মুলা ওয়ান মরসুম। ট্র্যাকে ঝড় তুলবেন লুইস হ্যামিলটন, নিকো হাল্কেনবার্গরা। এই প্রতিবেদনে রইল তারকা ড্রাইভারদের স্ত্রী ও বান্ধবীদের পরিচয় পর্ব।  

2/9

কেলি পিকেট-ম্যাক্স ভারস্ট্যাপেন

Kelly Piquet (Max Verstappen)

ব্রাজিলিয়ান মডেল, কলামনিস্ট ও পিআর এক্সপার্ট কেলি পিকেটই চ্যাম্পিয়ন ড্রাইভার ভারস্ট্যাপেনের গার্লফ্রেন্ড  

3/9

জুলিয়ানা নালু-লুইস হ্যামিলটন

Juliana Nalu (Lewis Hamilton)

ব্রাজিলিয়ান সুন্দরী জুলিয়ানার সঙ্গেই এখন হ্যামিলটন ডেট করছেন বলে খবর এফ ওয়ান সার্কিটে।  

4/9

কারমেন মন্টেরো-জর্জ রাসেল

Carmen Montero Mundt (George Russell)

ব্রিটিশ ড্রাইভার জর্জ রাসেলের সুন্দরী বান্ধবী কারমেন মন্টেরো।

5/9

এভা ব্রুগেনউইর্থ-নিক ডে ভ্রাইস

এভা ব্রুগেনউইর্থ-নিক ডে ভ্রাইস

কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাস মিডিয়া অ্যাসিস্টান্ট এভা। গতির দুনিয়ায় নবাগত নিক ডে ভ্রাইসের সঙ্গেই রয়েছেন সম্পর্কে।    

6/9

সারা পাগলিয়ারোলি-ল্যান্স স্ট্রোল

Sara Pagliaroli (Lance Stroll)

ইতালিয়ান মডেল সারার সঙ্গেই ল্যান্স স্ট্রোলের সম্পর্ক। চুটিয়ে ডেটিং করছেন দু'জনে।  

7/9

লিলি হি-অ্যালেক্স অ্যালবন

 Lily He (Alex Albon)

২০১৯ থেকে অ্যালেক্সের সঙ্গে ডেট করছেন লিলি। লিলি নিজেই একজন পেশাদার গল্ফার।  

8/9

কিকা গোমেস-পিয়ের গাসলি

Kika Cerqueira Gomes (Pierre Gasly)

কিকা একজন পর্তুগিজ মডেল। তিনি পিয়ের গাসলির গার্লফ্রেন্ড।  

9/9

এগল রাসকিট-নিকো হাল্কেনবার্গ

Egle Ruskyte (Nico Hulkenberg)

এগল রাসকিটের সম্পর্ক তারকা ড্রাইভার নিকো হাল্কেনবার্গের সঙ্গে।