এশিয়ার সেরা অ্যাথলিট, মেরি কমের মুকুটে জুড়ল নতুন পালক

Aug 29, 2019, 16:28 PM IST
1/5

এশিয়ার সেরা মেরি

এশিয়ার সেরা মেরি

এশিয়ার সেরা মহিলা ক্রীড়াবিদ নির্বাচিত হলেন বক্সার মেরি কম। মালয়েশিয়ার সেলানগোরে অনুষ্ঠিত এশীয় ক্রীড়া সাংবাদিক সম্মেলনে এই শিরোপা উঠল মেরি কমের মাথায়। এই সম্মেলনে হাজির ছিলেন ৩০টি দেশের প্রতিনিধিরা। 

2/5

এশিয়ার সেরা মেরি

এশিয়ার সেরা মেরি

সেরা পুরুষ অ্যাথলিট হয়েছেন দক্ষিণ কোরিয়ান ফুটবল তারকা সন হিউং মিন। সেরা পুরুষ দলের শিরোপা জিতেছে কাতারের জাতীয় ফুটবল দল। জাপানের মহিলা ফুটবল দল মেয়েদের দলগত বিভাগে সেরার পুরস্কার জিতেছে।

3/5

এশিয়ার সেরা মেরি

এশিয়ার সেরা মেরি

সামনেই বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ। তার জন্য এখন প্রস্তুতিতে ব্যস্ত মেরি কম। তাই তিনি এদিন সম্মেলনে হাজির থেকে পুরস্কার হাতে তুলতে পারেননি। মেরি কমের হয়ে এই সম্মান গ্রহণ করেছেন সর্বভারতীয় ক্রীড়া সাংবাদিক সংস্থার সভাপতি সুবোধ মল্ল বরুয়া।

4/5

এশিয়ার সেরা মেরি

এশিয়ার সেরা মেরি

২০০৩ সাল ‘অর্জুন পুরস্কার’ পান মেরি। এরপর ২০০৬ সালে ‘পদ্মশ্রী’ এবং ২০০৯-এ ‘রাজীব গান্ধী খেলরত্ন’। ২০১৩ সালে ‘পদ্মভূষণ’ পান মণিপুরের বক্সার। ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন তিনি।  

5/5

এশিয়ার সেরা মেরি

এশিয়ার সেরা মেরি

উল্লেখ্য, আসন্ন  বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫১ কেজি বিভাগে নামবেন মেরি কম।