''মেসি একজন শিকারি, রোজ এক হাজার পাখি শিকার করে''

Mar 05, 2020, 16:02 PM IST
1/5

মেসি শিকারি

মেসি শিকারি

এল ক্লাসিকোতে রিয়ালের কাছে হেরেছে বার্সেলোনা। তার পর থেকেই যেন সমালোচনার সব তির উড়ে আসছে লিও মেসির দিকে। যেন বারসার হারের জন্য একমাত্র মেসিই দায়ি।

2/5

মেসি শিকারি

মেসি শিকারি

যদিও বারসার প্রাক্তন কোচ সেসার লুইস মনেত্তি মনে করেন, মেসির উপর প্রত্যাশার চাপ বাড়ানো হচ্ছে অকারণে। প্রায় প্রতি ম্যাচেই মেসিকে পাহাড়প্রমাণ চাপ মাথায় নিয়ে খেলতে নামতে হয়! 

3/5

মেসি শিকারি

মেসি শিকারি

মেনোত্তি বলেন, মেসি শিকারির মতো। যে শিকারি রোজ এক হাজার পাখি শিকার করে। কিন্তু একদিন ও ৯৯৯টি পাখি মারলেই সমালোচনা শুরু হয়ে যায়। দলের সব সমস্যার সমাধান শুধু মেসিই করবে এমনটা আশা করা উচিত নয়।

4/5

মেসি শিকারি

মেসি শিকারি

মেনোত্তি আরও বলেন, আমি বার্সেলোনা দলটাকে নিয়ে চিন্তিত। তবে মেসিকে নিয়ে নয়। এই দলটার নতুন কোচ সেতিয়েনের সঙ্গে মানিয়ে নিতে আরও কিছুদিন সময় লাগবে। 

5/5

মেসি শিকারি

মেসি শিকারি

বার্সা মাঝমাঠে জাভি ও ইনিয়েস্তার মতো ফুটবলারদের অভাবে ভুগছে বলে মনে করেন মেনোত্তি। তবে ভবিষ্যতের জাভি বা ইনিয়েস্তা খুঁজে পেতে এখনও অনেকটা সময় লাগবে বলে মনে করেন তিনি।