La Nina Effect: আসন্ন গ্রীষ্মেই তাপপ্রবাহের কড়া চোখরাঙানি, পুড়ে নষ্ট হবে শস্যও...
La Nina Effect In Bengal: ইতিমধ্যেই আবহাওয়াবিদেরা শুনিয়ে দিয়েছেন ভয়ংকর সব পূর্বাভাস। বিশেষ করে পশ্চিমবাংলার জন্য। যেমন, আসন্ন গ্রীষ্মে বাংলা জুড়ে বইবে তাপপ্রবাহ, নষ্ট হবে শস্য, দেখা দেবে জলাভাব। আর এ সবই ঘটবে 'লা নিনা'র প্রভাবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতি গ্রীষ্মেই এই সমস্যা থাকে। কতটা গরম পড়বে, তাপপ্রবাহ বইবে কি না, শস্যোৎপাদন কেমন হবে ইত্যাদি নিয়ে নানা প্রশ্ন থাকে। এবারেও আছে। এবং তার আগাম যে উত্তর মিলছে, তা যথেষ্ট উদ্বেগজনক। ইতিমধ্যেই আবহাওয়াবিদেরা শুনিয়ে দিয়েছেন নানা ভয়ংকর সব পূর্বাভাস। বিশেষ করে পশ্চিমবাংলার জন্য। যেমন, বাংলাজুড়ে বইবে তাপপ্রবাহ, নষ্ট হবে শস্য, দেখা দেবে জলাভাব। আর এ সবই ঘটবে 'লা নিনা'র প্রভাবে।
1/6
য়েস্টার্ন ডিস্টার্বেন্স অ্যান্ড ইএনএসও
![য়েস্টার্ন ডিস্টার্বেন্স অ্যান্ড ইএনএসও](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/11/410222-el-nina-1.png)
2/6
কী এই এল নিনা?
![কী এই এল নিনা?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/11/410221-el-nina-2.png)
photos
TRENDING NOW
5/6
আবহাওয়ায় বড় ধরনের সমস্যা
![আবহাওয়ায় বড় ধরনের সমস্যা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/11/410218-heat-wave-5.png)
6/6
সরাসরি প্রভাব ফেলবে জনজীবনে, কৃষিতে
![সরাসরি প্রভাব ফেলবে জনজীবনে, কৃষিতে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/11/410217-no-crop-6.png)
photos