সেক্টর ফাইভ থেকে ফুলবাগান চলবে মেট্রো, জানেন পূর্ব কলকাতার প্রথম ভূগর্ভস্থ স্টেশনে কী কী রয়েছে?
Jun 18, 2020, 17:06 PM IST
1/5
গতকালই সেক্টর ফাইভ থেকে ফুলবাগান মেট্রো চলার অনুমতি পেয়েছে। পূর্ব কলকাতার প্রথম আন্ডারগ্রাউন্ড স্টেশন ফুলবাগান। কিন্তু জানেন কী ফুলবাগান স্টেশনে রয়েছে আরও বেশ কিছু নতুন জিনিস যা কলকাতার মেট্রো রেলের ইতিহাসে এই প্রথম!
2/5
ফুলবাগান মাটির নীচের প্রথম বাতানুকূল স্টেশন।
photos
TRENDING NOW
3/5
মাটির নীচের প্রথম স্টেশন ফুলবাগান যেখানে প্ল্যাটফর্মে স্ক্রীন ডোর। এর ফলে লাইনে ঝাঁপ দেওয়া যাবে না।
4/5
ট্রেন লাইন ও প্ল্যাটফর্ম পুরো আলাদা করা আছে ফলে লাইনের গরম হাওয়া আসবে না স্টেশনে। এনার্জি সেভ হবে। আবার টানেলে ধোঁয়া হলে সেটাও আসবে না প্ল্যাটফর্মে।
5/5
বিশেষভাবে সক্ষম মানুষের জন্য বিশেষ টিকিট কাউন্টার রয়েছে। যাতে হুইল চেয়ারে করে এসে নিজেরাই টিকিট কাটতে পারেন।।