ছুটির দিনে শহরের রাস্তায় সারপ্রাইজ ভিজিট মেয়রের

Feb 23, 2020, 11:20 AM IST
1/5

অয়ন ঘোষাল: সামনেই পুরভোট। ছুটির দিনে সাত সকালে শহরের রাস্তায় সারপ্রাইজ ভিজিটে বেরোলেন মেয়র। টালিগঞ্জে স্টেট ব্যাঙ্কের অফিসের সামনে স্তূপাকৃতি জঞ্জাল দেখে বেশ বিরক্ত ফিরহাদ হাকিম। বিব্রত হয়ে পড়েন সঙ্গী মেয়র পারিষদ জঞ্জাল দেবব্রত মজুমদার।

2/5

সঙ্গে সঙ্গে খবর যায় পুরসভার কন্ট্রোল রুমে। আসে জঞ্জালবাহী গাড়ি। পাশেই দাঁড়িয়ে ছিল বছর পাঁচেক আগে বাজেয়াপ্ত করা একটি দুর্ঘটনাগ্রস্ত বাস।  ভিতর জমা জল। মেয়রের নির্দেশে সঙ্গে সঙ্গেই বাস সরিয়ে নিল থানা। 

3/5

পরের গন্তব্য শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ধরে চারু মার্কেট। ওপরে চক্র রেলের টালিগঞ্জ স্টেশন। নিচে রেলের গেট লাগানো পরিত্যক্ত জমিতে হাজার হাজার ডাবের খোল। মশার আদর্শ আঁতুড়ঘর। এখানে কিছুটা নিরুপায় পুরসভা। কারণ পুর সাফাইকর্মীদের এখানে ঢোকার ছাড়পত্র নেই।

4/5

তারপর আনোয়ার শা রোড, রবীন্দ্র সরোবর ঘুরে দেশপ্রিয় পার্ক হয়ে ফের চেতলা। সরাসরি চেতলা বাজার। মেয়র বসে পড়লেন টুলে। শুরু হল আড্ডা। বলা ভাল, রবিবারের জন সংযোগ। 

5/5

মুখে বললেন, "সারা বছর যারা মন দিয়ে লেখাপড়া করে, তাদের পরীক্ষার আগের রাতে মুখে বই গুঁজে বসে থাকার দরকার নেই।" বলার অপেক্ষা রাখে না, পুরভোট পিছিয়ে দেওয়ার দাবিকেই কার্যত কটাক্ষ করলেন তিনি।