৫০,০০০ MG Hector তৈরি করলেন একদল ভারতীয় মহিলা

Mar 10, 2021, 14:38 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন: ভারতে ৫০,০০০  MG Hector তৈরি করেছেন  একদল ভারতীয় মহিলা। ২০১৯ সালের প্রকল্প ছিল এটি। এ বছর ফেব্রুয়ারিতে তা সাফল্য পায়। সেবছরই ভারতে লঞ্চ করেছিল গাড়িটি। 

2/7

ফেব্রুয়ারি মাসেই সংস্থা থেকে জানান হয়েছে তারা প্রায় ৫০,০০০ ইউনিট গাড়ি তৈরি করেছে। যার সম্পূর্ণ কাজটাই কোম্পানির মহিলাদের হাতে হয়েছে।  

3/7

কোম্পানি জানিয়েছে, এই সংখ্যায় হয়ত আগেই পৌঁছানো সম্ভব হত, কিন্তু লকডাউন ও করোনার জন্য সম্ভব হয়নি। 

4/7

MG জানিয়েছে, তাদের কোম্পানির ৩৩ শতাংশ মহিলা কর্মচারী। ভারতের অটো ইন্ডাস্ট্রিতে তাদের কোম্পানিতেই সবচেয়ে বেশি সংখ্যার মহিলা কাজ করে। 

5/7

MG Hector SUV মধ্যবিত্তের গাড়ি, তা একেবারেই বলা যায়না। কিন্তু ফিচার, লুকে অনেক ধাপ এগিয়ে বলে মনে করেন গাড়ি প্রেমীদের একাংশ। 

6/7

১২ থেকে ১৮ লাখের মধ্যে দাম এই গাড়ির। সেরা ফিচারের মধ্যে রয়েছে Power Windows FrontAnti Lock Braking SystemAir ConditionerPower Steering সঙ্গে আরও অনেক কিছু। 

7/7