Mimi Chakraborty: পাহাড়ের আনাচকানাচে ঘুরছেন মিমি, কার সঙ্গে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী?

Mimi Chakraborty: মিমির সোশ্যাল মিডিয়া প্রোফাইলে চোখ রাখলেই দেখা যাচ্ছে পাহাড়ে চুটিয়ে ছুটি উপভোগ করছেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। কাজ থেকে ছুটি নিয়ে কোথায় পাহাড়ে ঘুরছেন নায়িকা?

| Jun 19, 2023, 17:23 PM IST
1/7

ছুটির মুডে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেশ কয়েকদিন ধরেই ছুটির মুডে মিমি চক্রবর্তী।  

2/7

ছুটির মুডে

পাহাড়ের কোলে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন মিমি চক্রবর্তী।  

3/7

ছুটির মুডে

কখনও পাহাড়ি ফুল কখনও আবার পাহাড়ের আঁকেবাঁকের ছবি ভেসে উঠছে মিমির প্রোফাইলে।  

4/7

ছুটির মুডে

এক গাছ ভর্তি আপেল ঝুলতেও দেখা যাচ্ছে গাছে।  

5/7

ছুটির মুডে

তবে কোথায়, কার সঙ্গে ঘুরতে গিয়েছেন অভিনেত্রী, তা জানতে আগ্রহী অনুরাগীও। এমনকী অভিনেত্রী মধুমিতা সরকারও লেখেন, ‘কোথায়?’  

6/7

ছুটির মুডে

ঘোরার মাঝেই একটি মন্দিরে পুজো দিয়েছিলেন মিমি। সেই মন্দিরের লোকেশনে লেখা, ‘নিম করোলি বাবা’। যে মন্দিরটি উত্তরাখন্ডের নৈনীতালের কাছাকাছি।  

7/7

ছুটির মুডে

জানা যাচ্ছে, বন্ধুদের সঙ্গে রোড ট্রিপে উত্তরাখন্ড গেছেন মিমি। সেখান থেকেই ট্যুরের ছবি পোস্ট করছেন অভিনেত্রী।