কলকাতায় তৃণমূলের 'বঙ্গধ্বনি যাত্রা', একযোগে রোড-শো পার্থ-ফিরহাদের

Dec 11, 2020, 16:35 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: 'দুয়ারে সরকার'-এর পর এবার 'বঙ্গধ্বনি যাত্রা'। ভোটের প্রস্তুতিতে ফের নয়া কর্মসূচি নিয়ে পথে নামল তৃণমূল। লক্ষ্য, সরকারের দশ বছরের কাজের খতিয়ান বা রিপোর্ট কার্ড গৃহস্থের বাড়ি বাড়িতে পৌঁছে দেওয়া। বেহালা  ও চেতলায় রোড শো করলেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিম। সেই রোড শো কার্যত জনজোয়ারের চেহারা নিল।   

2/6

একুশে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। রাজ্যে আনাগোনা বাড়ছে BJP-এর সর্বভারতীয় নেতাদের। বৃহস্পতিবার জেপি নাড্ডার(JP Nadda) সফরকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটেছে কলকাতায়। জল গড়িয়েছে দিল্লি পর্যন্ত। পাল্টা তৎপরতা বাড়াচ্ছে তৃণমূলও।  

3/6

'দুয়ারে সরকার' কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে। এবার সরকারের দশ বছরের কাজের খতিয়ান বা রিপোর্ট কার্ড জনতার দরবারে পেশ করার পরিকল্পনা নিয়েছে তৃণমূল। গতকাল দলের সদর দফতরে আনুষ্ঠানিক সূচনা হয়েছে 'বঙ্গধ্বনি যাত্রা' কর্মসূচির।  

4/6

এই কর্মসূচিতে রাজ্যের ২৯৪টি বিধানসভা এলাকায় প্রতিটি বাড়িতে সরকারের রিপোর্ট কার্ড নিয়ে পৌঁছে যাবেন তৃণমূল কর্মীরা। সেইমতো শুক্রবার কলকাতায় দলের কর্মী-সমর্থকদের নিয়ে পথে নামলেন দুই হেভিওয়েট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিম।  

5/6

নিজের নির্বাচনী কেন্দ্র বেহালা পশ্চিম বিধানসভা এলাকায় হুডখোলা জিপে চেপে রোড শো করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর পুরমন্ত্রী ফিরহাদ হাকিম পা-এ হেঁটেই রোড শো করলেন তাঁর খাসতালুক চেতলায়।  

6/6

পুরমন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim) বলেন, 'সোশ্যাল মিডিয়া-সহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বিজেপি। কিন্তু বাংলার মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা রয়েছে। কারণ, কন্যাশ্রী, সবুজসাথী, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পে মানুষকে সরাসরি উপকৃত হয়েছেন।'