‘সংখ্যালঘুদের কীভাবে রক্ষা করতে হয় তা মোদী সরকারকে দেখিয়ে দেব’
Dec 23, 2018, 14:31 PM IST
1/6
s 6
নাসিরউদ্দিন শাহর মন্তব্যকে ঘিরে ওঠা বিতর্ক টেনে এনে ফের ভারতকে বিঁধলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এনিয়ে তিনি সরাসরি প্রধানমন্ত্রী মোদীকেই নিশানা করলেন।
2/6
S 5
শনিবার লাহোরে এক অনুষ্ঠানে ইমরান বলেন, মোদীকে দেখিয়ে দেব দেশের সংখ্যালঘুদের সঙ্গে কীভাবে ন্যায় বিচার করতে হয়।
photos
TRENDING NOW
3/6
S 4
পঞ্জাব সরকারের একশো দিন পূর্তি অনুষ্ঠানে ইমরান বলেন, দেশের ধর্মীয় সংখ্যালঘু মানুষরা তাঁদের প্রাপ্য অধিকার পাবেন। এই স্বপ্ন মহম্মদ আলি জিন্নাও দেখতেন।
4/6
S 3
ইমরান বলেন, নতুন পাকিস্তান গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে সরকার। এখানে সংখ্যালুরা যাতে নিরাপদে থাকতে পারে তার ব্যবস্থা করা হবে।
5/6
S 2
ইমরানের চ্যালেঞ্জ, মোদী সরকারকে দেখিয়ে দেব কীভাবে দেশের সংখ্যালঘুদের যত্নে রাখতে হয়। শোনা যাচ্ছে ভারতে এখন সংখ্যালঘুরা সমানাধিকার পান না।
6/6
s 1
কেন দেশের সব শ্রেণির মানুষকে সমানাধিকার দেওয়া প্রয়োজন তার ব্যাখ্যাও দেন পাক প্রধানমন্ত্রী। তিনি বলেন, একসময় পূর্ব পাকিস্তানের মানুষকে তাদের অধিকার দেওয়া হয়নি। এটাই বাংলাদেশ তৈরির পেছনে প্রধান কারণ।