গত বছর গণেশ পুজোর দিনই ছেলেকে হারিয়েছে, এবার অন্যভাবে এই দিনটা পালন করল মিত্র পরিবার

Aug 23, 2020, 11:35 AM IST
1/4

ছবি- সৌমেন ভট্টাচার্য

এ এক অন্যরকম গণেশ পুজো পালন করল বাগুইআটির মিত্র পরিবার। ছোট ছোট শিশুদেরই গণেশ রূপে পুজো করে তাদের মুখে অন্ন তুলে দিল তারা। প্রায় দেড়শো মা বাবা হারানো ফু শিশুদের গণেশ চতুর্থীর এই পূর্ণলগ্নে গণেশ সাজিয়ে তাদের মধ্যেই নিজের সন্তান বাবাইকে খোঁজার চেষ্টা করেন তারা।

2/4

ছবি- সৌমেন ভট্টাচার্য

 বাবাই ওরফে অঙ্কিত মিত্র গত বছর গণেশ চতুর্থী দিন ইহলোকের মায়া কাটিয়ে পরোলোকে যাত্রা করেন। ছেলের মৃত্যুদিনটি স্মৃতির পাতায় একটু অন্যরকম ভাবে তুলে ধরতেই মিত্র পরিবারের এহেন উদ্যোগ।  

3/4

ছবি- সৌমেন ভট্টাচার্য

 বাড়ি থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এক হোমে বসবাস করা অনাথ শিশুদের গণেশ রূপে সাজিয়ে তাদের গণেশের প্রিয় মিষ্টি সহকারে ভুরিভোজ করায়। গণেশ খেতে ভালোবাসে। বাবাইও খেতে ভালবাসত। ভালবাসত খাওয়াতেও। আজ বাবাই নেই। কোল শূন্য বাবাইয়ের বাবা অরিন্দমবাবুর।

4/4

ছবি- সৌমেন ভট্টাচার্য

ছেলেকে অন্যদের মধ্যে কিছু পেতে ছেলে হারানোর পর প্রায় দেড়শ জন  ছোট বাবাইদের দায়িত্ব নিজের কাঁধে দায়িত্ব তুলে নেন অরিন্দম বাবু। আজ সেই ছোট্ট গণেশদের মধ্যাহ্নভোজন করায়। এলাহি মোদক সহকারে গণেশ মাস্ক পরিয়ে চলে এই গণেশ পুজো পর্ব।