ট্রায়াল রান প্রায় শেষ, ৯৫ শতাংশ কার্যকর হবে মার্কিন ভ্যাকসিন

Nov 16, 2020, 20:00 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: প্রায় ৯৫ শতাংশ  করোনা রোধে কার্যকর মডার্না ভ্যাকসিন এমনটাই দাবি করেছেন ভ্যাকসিনটির প্রস্তুতকারক মার্কিন জৈবপ্রযুক্তি কোম্পানি মডার্না। 

2/5

ভ্যাকসিনের তৃতীয় ট্রায়াল রান প্রায় শেষ। এরপরই প্রাপ্ত প্রাথমিক ফলাফল মোতাবেক কোম্পানি জানিয়েছে তাদের তৈরি করোনা রোধের টিকা কিছুক্ষেত্রে সফল। মোটের উপর বলা চলে ৯৫ শতাংশ কার্যকর।   

3/5

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভ্যাকসিনের ব্যবহার শুরুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করবে বলে জানিয়েছে মডার্না।

4/5

এর আগে প্রথমবারের মতো করোনা প্রতিরোধে ৯০ শতাংশ কার্যকর ভ্যাকসিন তৈরির দাবি করে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক। প্রায় দেশে ৪৩ হাজার ৫০০ জন মানুষের দেহে ট্রায়াল রান চালিয়ে প্রাথমিকভাবে রিপোর্ট দিয়েছিল ওই সংস্থা।  

5/5

শেষ ট্রায়াল রানে পৌঁছে আপাতত এই দুই টিকা আশা আলো জাগাচ্ছে। তবে কবে সবার কাছে ভ্যাকসিন পৌঁছবে এ নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।