International Yoga Day 2024: যোগ দিবসে ফিট থাকার মন্ত্র, কী বার্তা মোদী থেকে যোগীর...

International Yoga Day: প্রতি বছর ২১ জুন পালিত আন্তর্জাতিক যোগ দিবস। এই দিবসের লক্ষ্য হল সামগ্রিক স্বাস্থ্য ও সুস্থতার উন্নতিতে এর বিশাল সম্ভাবনা সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং নাগরিকদের মধ্যে যোগব্যায়াম অনুশীলন করা। মোদী থেকে শুরু করে দেশের একাধিক হেভিওয়েট ব্যক্তিত্বরা এদিন যোগা দিবস পালন করলেন।

Jun 21, 2024, 09:45 AM IST
1/10

আন্তর্জাতিক যোগ দিবস

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আন্তর্জাতিক যোগ দিবসে শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগব্যায়াম সেশনের নেতৃত্ব দিচ্ছেন।

2/10

নরেন্দ্র মোদী

শ্রীনগরে যোগা করছেন প্রধানমন্ত্রী।

3/10

নরেন্দ্র মোদী

ইভেন্টে মোদী ভাষণে, যোগব্যায়ামকে সকলের দৈনন্দিন রুটিনের একটি অংশে পরিণত করার পরামর্শ দিয়েছেন। এছাড়াও তিনি বলেছেন যোগা সারা পৃথিবীর ভালো করার মাধ্যম।   

4/10

দ্রৌপদী মুর্মু

যোগ দিবসে উদযাপনে রাষ্ট্রপতি। এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করেন তিনি বিশ্বের সকল সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।

5/10

যোগী আদিত্যনাথ

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দী বেন প্যাটেল ১০ তম আন্তর্জাতিক যোগ দিবসে যোগব্যায়াম করছেন।

6/10

রাজনাথ সিং

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যোগ দিবসে সেনা কর্মীদের ভাষণ দিচ্ছেন।

7/10

জেনারেল দ্বিবেদী

দিল্লিতে যোগ ইভেন্টে অংশ নিচ্ছেন সেনাপ্রধান- মনোনীত লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী।

8/10

সিআইএসএফ কর্মীরা

কোয়েম্বাটুর বিমানবন্দরের সিআইএসএফ কর্মীরা কোয়েম্বাটুরের ইশা যোগ ফাউন্ডেশনে যোগ সেশন পরিচালনা করেছেন।

9/10

ভারতীয় নৌবাহিনী

ভারতীয় নৌবাহিনীর কর্মীরা সমুদ্রসৈকতে যোগ দিবস উপলক্ষে যোগব্যায়াম করছেন।

10/10

সিআরপিএফ কর্মীরা

যোগ দিবস উদযাপনে সিআরপিএফ কর্মীরা।