২০১৯-এর সেরা চমক নরেন্দ্র মোদীর বায়োপিক

Dec 30, 2018, 10:28 AM IST
1/8

বায়োপিকে মোদী

২০১৯-এর সেরা চমক নরেন্দ্র মোদীর বায়োপিক

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে তৈরি সিনেমা দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার নিয়ে আলোচনা চলছে গোটা দেশে।

2/8

বায়োপিকে মোদী

২০১৯-এর সেরা চমক নরেন্দ্র মোদীর বায়োপিক

যদি মনে করে থাকেন এটাই হতে চলেছে ২০১৯-এ সিনেমা জগতের সেরা চমক। তাহলে আপনার ধারণা ভুল।

3/8

বায়োপিকে মোদী

২০১৯-এর সেরা চমক নরেন্দ্র মোদীর বায়োপিক

২০১৯ সালে দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক তৈরি হতে চলেছে।

4/8

বায়োপিকে মোদী

২০১৯-এর সেরা চমক নরেন্দ্র মোদীর বায়োপিক

শোনা যাচ্ছে, আগামী বছরের গোড়াতেই শুরু হয়ে যাবে সিনেমার শ্যুটিং। দিল্লি, গুজরাট, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে শ্যুটিং হবে বলে জানা গিয়েছে।

5/8

বায়োপিকে মোদী

২০১৯-এর সেরা চমক নরেন্দ্র মোদীর বায়োপিক

সিনেমার নাম এখনও ঠিক হয়নি। তবে প্রধান চরিত্রাভিনেতা ও পরিচালকের নাম ঠিক হয়ে গিয়েছে। এই সিনেমার পরিচালনার দায়িত্বে থাকছেন উমঙ্গ কুমার। তিনি এর আগে মেরি কমের বায়োপিকের পরিচালক ছিলেন।

6/8

বায়োপিকে মোদী

২০১৯-এর সেরা চমক নরেন্দ্র মোদীর বায়োপিক

গত দেড় বছর ধরে তিনি মোদীর বায়োপিক তৈরি নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। প্রধান চরিত্রাভিনেতা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনেতা-অভিনেত্রীদের নাম খুব শীঘ্রই ঘোষণা হবে। কিন্তু মোদীর ভুমিকায় কে থাকবেন?

7/8

বায়োপিকে মোদী

২০১৯-এর সেরা চমক নরেন্দ্র মোদীর বায়োপিক

বলিউডের পরিচিত মুখ বিবেক ওবেরয়ের অভিনয় করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকায়।

8/8

বায়োপিকে মোদী

২০১৯-এর সেরা চমক নরেন্দ্র মোদীর বায়োপিক

বিবেক এখন প্রস্তুতিতে ব্যস্ত। তাঁকে যেন নরেন্দ্র মোদীর মতো দেখতে লাগে, সেদিকেই আপাতত তাঁর নজর রয়েছে। এই ছবিই তাঁর অভিনয় জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং বলে মনে করছেন বিবেক।