পাঁচ বছরে মোদীর সম্পত্তি বেড়েছে ৫২ শতাংশ

Apr 26, 2019, 19:37 PM IST
1/10

মোদীর মনোনয়ন

পাঁচ বছরে মোদীর সম্পত্তি বেড়েছে ৫২ শতাংশ

উত্তরপ্রদেশের বারাণসী লোকসভা আসনে মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হলফনামা দিয়ে জানালেন তাঁর সম্পত্তির হিসেব-নিকেশ। ছবি : এএনআই

2/10

মোদীর মনোনয়ন

পাঁচ বছরে মোদীর সম্পত্তি বেড়েছে ৫২ শতাংশ

২০১৭-১৮ অর্থবর্ষে ১৯ লক্ষ ৯২ হাজার ৫২০ টাকা। ২০১৩-১৪ আর্থিক বছরে নরেন্দ্র মোদীর আয় ছিল ৯ লক্ষ ৬৯ হাজার ৭১১ টাকা। চার বছরে তাঁর বার্ষিক আয় বেড়েছে প্রায় দশ লক্ষ টাকা। ছবি : এএনআই

3/10

মোদীর মনোনয়ন

পাঁচ বছরে মোদীর সম্পত্তি বেড়েছে ৫২ শতাংশ

প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় জানিয়েছেন, তাঁর আয়ের উত্স সরকারের থেকে পাওয়া বেতন এবং ব্যাঙ্ক থেকে পাওয়া সুদ। ছবি : এএনআই

4/10

মোদীর মনোনয়ন

পাঁচ বছরে মোদীর সম্পত্তি বেড়েছে ৫২ শতাংশ

২০১৪ সালে হলফনামা জমা দেওয়ার সময় প্রথমবার মোদী নিজের স্ত্রীর নাম উল্লেখ করেছিলেন। এবারও মোদীর স্ত্রীর নাম রয়েছে। কিন্তু যশোদাবেনের আয়, সম্পত্তি-সহ সমস্ত তথ্যের জায়গায় ‘জানি না’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

5/10

মোদীর মনোনয়ন

পাঁচ বছরে মোদীর সম্পত্তি বেড়েছে ৫২ শতাংশ

নরেন্দ্র মোদীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা। এর মধ্যে অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪১ লক্ষ ৩৬ হাজার ১১৯ টাকা। তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা। পাঁচ বছরে মোদীর সম্পত্তি বেড়েছে ৫২ শতাংশ।

6/10

মোদীর মনোনয়ন

পাঁচ বছরে মোদীর সম্পত্তি বেড়েছে ৫২ শতাংশ

৩১ মার্চ, ২০১৯ মোদীর হাতে নগদের পরিমাণ ছিল ৩৮ হাজার ৭৫০ টাকা। এছাড়া অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে, ব্যাঙ্কে জমা ৪১৪৩ টাকা। ব্যাঙ্কে একটি ফিক্সড ডিপোজিটও রয়েছে মোদীর। যার পরিমাণ, ১ কোটি ২৭ লক্ষ ৮১ হাজার ৫৭৪ টাকা। ২০১৪ সালে হাতে নগদ ছিল ৩২ হাজার ৭০০ টাকা। তখন ব্যাঙ্কে তাঁর ছিল ২৬.০৫ লক্ষ টাকা। ফিক্সড ডিপোসিট ছিল ৩২.৮৪ লক্ষ টাকা। ছবি : এএনআই

7/10

মোদীর মনোনয়ন

পাঁচ বছরে মোদীর সম্পত্তি বেড়েছে ৫২ শতাংশ

একটি বন্ডও কেনা রয়েছে তাঁর। ওই বন্ডের দাম ২০ হাজার টাকা। ৭ লক্ষ ৬১ হাজার ৪৬৬ টাকার একটি এনএসসিও রয়েছে মোদীর। ১ লক্ষ ৯০ হাজার ৩৪৭ টাকার জীবনবিমা রয়েছে মোদীর নাম। ২০১৪ সালে মোদীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৬৫.৯১ লক্ষ টাকা। ছবি : এএনআই

8/10

মোদীর মনোনয়ন

পাঁচ বছরে মোদীর সম্পত্তি বেড়েছে ৫২ শতাংশ

প্রধানমন্ত্রীর কাছে চারটি সোনার রিং রয়েছে। যার মোট ওজন ৪৫ গ্রাম। আনুমানিক মূল্য ১ লক্ষ ১৩ হাজার ৮০০ টাকা।

9/10

মোদীর মনোনয়ন

পাঁচ বছরে মোদীর সম্পত্তি বেড়েছে ৫২ শতাংশ

মোদীর কাছে কৃষিজমি নেই। কোনও অকৃষিজমিও নেই। তবে গুজরাটের গান্ধীনগরে একটি বসতবাড়ি রয়েছে। ২০০০ সালের ২৫ অক্টোবর তিনি ওই জমি কিনেছিলেন। ১ লক্ষ ৩০ হাজার ৪৮৮ টাকায় ওই বাড়ি কিনেছিলেন মোদী। এখন ওই বাড়ির বাজার দর ১ কোটি ১০ লক্ষ টাকা।

10/10

মোদীর মনোনয়ন

পাঁচ বছরে মোদীর সম্পত্তি বেড়েছে ৫২ শতাংশ

পেশা হিসেবে তিনি হলফনামায় জানিয়েছেন, সর্বজনীন জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড। মোদীর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে দেখিয়েছেন আমেদাবাদের গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস।