তামিলনাড়ুকে টপকে গেল অন্ধ্র, করোনায় একদিনে আক্রান্ত ৭৮ হাজার, বাড়ছে সুস্থতার হারও

Sep 02, 2020, 13:19 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: যেন ক্রমশ আরও শক্ত কামড় বসাচ্ছে নোভেল করোনাভাইরাস। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৩৫৭ জন। যার ফলে দেশে এখন মোট করোনা আক্রান্ত ৩৭ লক্ষ ৬৯ হাজার ৫২৩ জন। 

2/5

গত ২৪ ঘণ্টায় মোট করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪৫ জন। যার দরুন দেশ জুড়ে এখন করোনার বলি ৬৬ হাজার ৩৩৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৬২ হাজার ২৬ জন। দেশে এপর্যন্ত মোট করোনা জয় করেছেন ২৯ লক্ষেরও বেশি মানুষ।

3/5

দেশে করোনা আক্রান্ত শীর্ষে ঠাকরের মহারাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৮ লক্ষ ৮ হাজার ৩০৬ জন। প্রাণ হারিয়েছেন ২৪ হাজার ৯০৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লক্ষ ৮৪ হাজার ৫৩৭ জন। এখন সক্রিয় চিকিৎসাধীন করোনা আক্রান্ত সংখ্যা ১ লক্ষ ৯৮ হাজার ৮৬৬।

4/5

করোনা তালিকায় দ্বিতীয় স্থানে অন্ধ্র প্রদেশ। সে রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪ লক্ষ ৪৫ হাজার ১৩৯। করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৫৩ জন। সক্রিয় আক্রান্ত সংখ্যা ১ লক্ষ ১ হাজার ২১০। সে রাজ্যে নোভেল জয় করে বাড়ি ফিরেছেন  ৩ লক্ষ ৩৯ হাজার ৮৭৬ জন।

5/5

করোনা তালিকায় তৃতীয় তামিলনাড়ু। সেখানে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪ লক্ষ ৩৩ হাজার ৯৬৯।  সে রাজ্যে প্রাণ হারিয়েছেন  ৭ হাজার ৪১৮ জন। সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৫২ হাজার ৩৭৯। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ৭৪ হাজার ১৭২ জন।